, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪

admin admin

সাতকানিয়া উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি নগন্য” অনেক কেন্দ্রে নেই ভোটার

প্রকাশ: ২০১৯-১০-১৪ ১৫:৩২:০১ || আপডেট: ২০১৯-১০-১৪ ১৫:৩২:০১

Spread the love

চট্টগ্রামের সাতকানিয়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে উৎসব বিহীন।

নেই ভোটার উপস্থিতি, সরেজমিনে ভোটকেন্দ্রগুলো ফাঁকা ও ভোটারবিহীন দেখা যায়।

এই নির্বাচন শতভাগ ইভিএম মেশিনে ভোটগ্রহণ করা হচ্ছে।

আজ সোমবার বেলা ১১ টায় কেঁওচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে প্রায় ফাঁকা ও ভোটারবিহীন অবস্থায় দেখা যায়।

সকাল ১১ টায় ছদাহা কেফায়েত উল্লাহ উচ্চ বিদ্যালয় ঘুরে দেখা মিলেনি ভোটারের উপস্থিতি।

একই চিত্র দেখা গেছে ছদাহার অন্যসব কেন্দ্রে।

সাতকানিয়া সদর ইউনিয়নের করাইয়ানগর কেন্দ্র থেকে ধানের শীষ প্রতীকের এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

অন্যদিকে মাদারবাড়ির নয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়ে ইভিএম মেশিনে ভোট প্রদান করে সন্তুষ্টি প্রকাশ করেছেন বেশ কজন।

শুধু সাতকানিয়া নয়, দেশের আটটি উপজেলা পরিষদ, দুটি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। একইসঙ্গে চলছে ৪৭টি জেলার ১০৬ ইউনিয়ন পরিষদের বিভিন্ন পদে উপ নির্বাচন।

আজ সকাল ৯টায় এসব নির্বাচনী এলাকায় ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল ৫টা পর্যন্ত। এর মধ্যে চারটি উপজেলা, তিনটি ইউনিয়ন পরিষদ, দুটি পৌরসভা ও একটি ওয়ার্ডে ভোটগ্রহণ চলছে ইভিএম পদ্ধতিতে। বাকিগুলোতে ভোটগ্রহণ চলছে ব্যালট পেপারে।

Logo-orginal