, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

Avatar Maftun

সিনেমাপ্রেমীদের প্রিয় নাম ‘স্টার সিনেপ্লেক্স’

প্রকাশ: ২০১৯-১০-২৩ ০৯:৩২:৩৫ || আপডেট: ২০১৯-১০-২৩ ০৯:৩২:৩৫

বিনোদন ডেস্ক :

বিশ্বের অত্যাধুনিক নানা প্রযুক্তির সমন্বয়ে রাজধানীর মহাখালীতে নির্মিত হয়েছে দেশের প্রথম মাল্টিপ্লেক্স প্রেক্ষাগৃহ স্টার সিনেপ্লেক্স।বর্ণাঢ্য আয়োজনে যাত্রা করলো স্টার সিনেপ্লেক্সের তৃতীয় শাখা।

গত শনিবার সন্ধ্যায় কেক কেটে অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ তিনটি হল নিয়ে নতুন এই সিনে থিয়েটার।

একঝাঁক চলচ্চিত্র তারকা কেক কেটে নবনির্মিত এসকেএস (সেনা কল্যাণ সংস্থা) টাওয়ারের সিনেপ্লেক্সটি উদ্বোধন করেছেন।

স্টার সিনেপ্লেক্স এর ১৫ বছর পূর্তি উপলক্ষে, তৃতীয় শাখা উদ্বোধনী অনুষ্ঠানে বাংলা সিনেমার ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরা হয়। অনুষ্ঠানে বিশ্বরঙের কর্ণধার বিপ্লব সাহার কোরিওগ্রাফিতে এবং পারসোনা বিউটি পার্লারের মেকাপে বাংলা সিনেমার গানে গানে একটি র্যাম্প শো-ও অনুষ্ঠিত হয়। এখানে র্যাম্পে অংশ নেন শর্মিলী আহমেদ, চিত্র নায়িকা রোজিনা, শম্পা রেজা, সাদিয়া ইসলাম মৌ, নায়ক ফেরদৌস, আমান রেজা, নিরব, সাঞ্জু জন, শিপন মিত্র, নিপুণ, নাবিলা, তমা মির্জাসহ আরও অনেকেই।

উদ্বোধনী অনুষ্ঠানের এই জমকালো ফ্যশন শো এর মাধ্যমে ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা ঐতিহ্যে বাংলা সিনেমার স্বর্নালী ইতিহাসকেই বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরতে চেয়েছেন সুনিপুন শৈলিতে।

দেশের সিনেমাপ্রেমী দর্শকদের বিশ্বমানের প্রেক্ষাগৃহ উপহার দেওয়ার লক্ষ্যে ২০০৪ সালের ৮ অক্টোবর রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে যাত্রা শুরু করে ‘স্টার সিনেপ্লেক্স’। হলিউডের নতুন নতুন সব ছবির পাশাপাশি সুস্থধারার দেশীয় ছবিও নিয়মিতভাবে প্রদর্শিত হচ্ছে এখানে। নান্দনিক পরিবেশ, সর্বাধুনিক প্রযুক্তিসংবলিত সাউন্ড সিস্টেমসহ নানা অভিনবত্বের মধ্য দিয়ে সিনেমাপ্রেমীদের প্রিয় নাম হয়ে উঠেছে ‘স্টার সিনেপ্লেক্স’।

Logo-orginal