, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

Avatar Maftun

সিরিয়ার তুরস্ক নিয়ন্ত্রিত এলাকায় শাখা খুলল তুর্কি বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ২০১৯-১০-২৮ ২২:৩২:০৯ || আপডেট: ২০১৯-১০-২৮ ২২:৩২:০৯

সিরিয়ার নিয়ন্ত্রিত এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের শাখা খুলেছে তুরস্ক। আলেপ্পোসহ দেশটির বিভিন্ন এলাকায় এসব প্রতিষ্ঠান খোলা হচ্ছে।

কোথাও সরাসরি তুরস্কের সেনারা এলাকা নিয়ন্ত্রণ করছেন। আবার কোনো কোনো এলাকা তুরস্কের মদদপুষ্ট সিরিয়ান বিদ্রোহীদের নিয়ন্ত্রণে চলছে। সেগুলোতে পুরোপুরি কর্তৃত্ব রয়েছে তুরস্কের।

এরকম একটি এলাকা সিরিয়ার আলেপ্পো। তুরস্কের বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা এসব এলাকা পুণনির্মাণ ও মানুষের বসবাস উপযোগী করতে কাজ করছে। খোলা হয়েছে তুরস্কের বিভিন্ন স্কুল বা হাসপাতালের শাখা।

আলেপ্পোর আল বাব এলাকায় বিজনেস অনুষদ, আজাজ এলাকায় ইসলামিক সায়েন্স অনুষদ এবং আফরিনে শিক্ষা অনুষদ খুলেছে গাজিয়ানটেপ ইউনিভার্সিটি।

৪ অক্টোবর ভর্তি কার্যক্রম শুরুর পর ৯ অক্টোবর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ক্যাম্পাসগুলো। উদ্যোগটিকে ইতিবাচক হিসেবেই দেখছেন স্থানীয়রা।

মানবাধিকার কর্মী সেবা এনকার আল মনিটর’কে বলেছেন, তিনটি অনুষদ খোলার বিষয়টি স্থানীয় শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য ভাল। তাদেরকে উচ্চতর পড়াশোনার জন্য তুরস্কে যেতে হবে না।

Logo-orginal