, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin admin

আবরারের হত্যাকারীদের শাস্তির দাবিতে কক্সবাজার ছাত্রদলের বিক্ষোভ মিছিলে পুলিশের হামলা

প্রকাশ: ২০১৯-১০-০৯ ২২:২২:২৭ || আপডেট: ২০১৯-১০-০৯ ২২:২২:২৭

Spread the love

বুয়েটের ছাত্র আবরার ফাহাদের হত্যাকারীদের শাস্তির দাবিতে কক্সবাজার জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ।

এতে ছাত্রদলের ১১ নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করা হয়েছে। তাদের মধ্যে তিনজন বেশি আহত হয়েছে।

বুধবার বিকাল ৪ টায় শহরের প্রধান সড়কের লালদীঘির পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে রয়েছে, শহর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইনাজামামুল হক, সহ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সহ পাঠাগার সম্পাদক আশরাফ হোসেন নয়ন, সিটি কলেজের সহ সভাপতি সাহেদুল ওয়াহিদ, সদর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নাজমুল সাহেদ, সিটি কলেজ ছাত্রদল নেতা জিয়াবুল হাসান জাবেদ, সাঈদ নূর জিসান, সদর উপজেলা ছাত্রদল নেতা মো: জুনায়েদ।

কক্সবাজার জেলা ছাত্রদলের সভাপতি শাহাদাৎ হোসেন রিপন দাবি করেন, বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে নৃশংসভাবে পিটিয়ে হত্যার ঘটনায় হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক বিক্ষোভ মিছিল আয়োজন করে জেলা ছাত্রদল।

বিক্ষোভ মিছিলটি প্রধান সড়কের লালদিঘির পাড় এলাকায় অবস্থান করলে পুলিশ তাদের উপর লাঠিচার্জ করে। লাঠিচার্জে ১১ নেতাকর্মী আহত হয়। সুত্রঃ সিবিএন।

Logo-orginal