, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin admin

আবরার হত্যাঃ নানা কর্মসূচির পর রাতে মোমবাতি মিছিল করল বুয়েট শিক্ষার্থীরা

প্রকাশ: ২০১৯-১০-০৮ ২০:৪৮:৩৬ || আপডেট: ২০১৯-১০-০৮ ২০:৪৯:৩১

Spread the love

আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় উত্তাল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট)। অবিরাম আন্দোলন চলছে শিক্ষার্থীদের। দিনভর বিক্ষোভ মিছিল, অবরোধ, বুয়েটের প্রধান ফটক ও ভিসির কার্যালয়ে তালা দিয়ে অবস্থানসহ নানা কর্মসূচির পর রাতে মোমবাতি মিছিল বের করে শিক্ষার্থীরা।

মঙ্গলবার রাত পৌনে ৮টায় মোমবাতি প্রজ্বলন করে মিছিল করে তারা। মিছিলটি ক্যাম্পাস পদক্ষিণ করে শেরেবাংলা হলে এসে শেষ হয়।

চলতি শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা স্থগিতসহ সাত দফা দাবি জানাচ্ছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

রোববার রাত ৩টার দিকে বুয়েটের শেরেবাংলা হলের দোতলায় ওঠার সিঁড়ির মাঝ থেকে আবরারের লাশ উদ্ধার করে চকবাজার থানা পুলিশ। জানা যায়, ওই রাতে হলের ২০১১ নম্বর কক্ষে আবরারকে পেটান বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কিছু নেতা।

আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলা হয়েছে এই ১০ জনসহ ১৯ জনের বিরুদ্ধে। তাদের পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। সুত্রঃ সমকাল ।

Logo-orginal