, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

admin admin

চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারসহ ৭ চুক্তি স্বাক্ষরিত হাসিনা – মোদি বৈঠকে

প্রকাশ: ২০১৯-১০-০৫ ১৬:৫৩:২১ || আপডেট: ২০১৯-১০-০৫ ১৬:৫৩:২১

Spread the love

দিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকে দুই দেশের মধ্যে ৭টি সমঝোতা স্মারক সই হয়েছে। এছাড়া ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনটি প্রকল্পের উদ্বোধন হয়েছে।

দিল্লির ঐতিহাসিক হায়দ্রাবাদ হাউজে স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় দুই দেশের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক আলোচনা শুরু হয়। এর আগে দুই নেতা কিছুক্ষণ একান্তে কথা বলেন।

দুই নেতার এই বৈঠকে আঞ্চলিক এবং দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়; যেমন- রোহিঙ্গা ইস্যু, দুই দেশের মধ্যকার অভিন্ন নদীগুলোসহ তিস্তার পানি বণ্টন, নিরাপত্তা, ব্যবসা-বাণিজ্যের ভারসাম্য এবং লাইন অব ক্রেডিট (এলওসি) প্রভৃতি বিষয়ে আলোচনা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চারদিনের সরকারি সফরে গত মঙ্গলবার নয়াদিল্লি পৌঁছান। টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর এটাই তার প্রথম দিল্লী সফর। তিনি ২০১৭ সালের এপ্রিলে সর্বশেষ নয়া দিল্লি সফর করেছিলেন।

বৈঠকের পর হায়দ্রাবাদ হাউজে শেখ হাসিনার সম্মানে নরেন্দ্র মোদি আয়োজিত মধ্যাহ্ন ভোজেও যোগ দেবেন প্রধানমন্ত্রী।

এছাড়া শনিবারই বিকেল সাড়ে ৪টায় ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে রাষ্ট্রপতি ভবনে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

রোববার প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে। সুত্রঃ চ্যানেল আই। (ফাইল ছবি)।

Logo-orginal