, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

admin admin

জামিন নিয়ে বের হয়ে কারাফটকে ফের আটক হলেন নগর ছাত্রদলের সভাপতি গাজী সিরাজ

প্রকাশ: ২০১৯-১০-১৫ ১৭:০১:০৮ || আপডেট: ২০১৯-১০-১৫ ১৭:০১:০৮

Spread the love

চট্টগ্রামঃ মহানগর ছাত্রদলের সভাপতি ও মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মো. সিরাজ উল্লাহকে (৪০) ফের গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় সাড়ে তিন মাস কারাভোগ করে জামিনে মুক্তি পাওয়ার পর কারাফটকেই তাকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ।

গাজী মো. সিরাজ উল্লাহকে আরও দু’টি মামলায় আজ মুখ্য মহানগর হাকিম আদালতে তোলা হচ্ছে। ছাত্রদলের এই নেতা শতাধিক মামলার আসামি। এর মধ্যে ৩৭টি মামলায় জামিন পেয়েছেন তিনি। এসব মামলায় গত ৯ জুলাই তাকে নগরের চকবাজার থেকে গ্রেফতার করা হয়েছিল। সাড়ে তিন মাস কারাগারে থেকে সোমবার মুক্তি পেয়েছিলেন।

এদিকে, গাজী সিরাজকে গ্রেফতারের প্রতিবাদ জানিয়েছে নগর বিএনপি। প্রসঙ্গত, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের কমিটি ঘোষণা সর্বশেষ করা হয় ২০১৩ সালের ২১ জুলাই। ১১ সদস্যের ওই কমিটিতে গাজী সিরাজ সভাপতি নির্বাচিত হন। তবে বর্তমানে তিনি মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক।
বিডি প্রতিদিন/এ মজুমদার

পুলিশ। সোমবার সন্ধ্যায় সাড়ে তিন মাস কারাভোগ করে জামিনে মুক্তি পাওয়ার পর কারাফটকেই তাকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ।

গাজী মো. সিরাজ উল্লাহকে আরও দু’টি মামলায় আজ মুখ্য মহানগর হাকিম আদালতে তোলা হচ্ছে। ছাত্রদলের এই নেতা শতাধিক মামলার আসামি। এর মধ্যে ৩৭টি মামলায় জামিন পেয়েছেন তিনি। এসব মামলায় গত ৯ জুলাই তাকে নগরের চকবাজার থেকে গ্রেফতার করা হয়েছিল। সাড়ে তিন মাস কারাগারে থেকে সোমবার মুক্তি পেয়েছিলেন।

এদিকে, গাজী সিরাজকে গ্রেফতারের প্রতিবাদ জানিয়েছে নগর বিএনপি। প্রসঙ্গত, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের কমিটি ঘোষণা সর্বশেষ করা হয় ২০১৩ সালের ২১ জুলাই। ১১ সদস্যের ওই কমিটিতে গাজী সিরাজ সভাপতি নির্বাচিত হন। তবে বর্তমানে তিনি মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক।

Logo-orginal