, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

admin admin

ব্রেকিং নিউজ! মদীনায় বাস ও লোডারের মুখোমুখি সংঘর্ষে বাসে আগুন” ৩৬ জন হাজী নিহত

প্রকাশ: ২০১৯-১০-১৭ ০৮:৪১:২৯ || আপডেট: ২০১৯-১০-১৭ ১০:৩২:২৪

Spread the love

সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩৬ উমরাহ যাত্রী নিহত হয়েছে। গুরুতর আহত ৪ জনকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নিহতদের সবাই বিভিন্ন দেশের নাগরিক বলে জানিয়েছে সৌদি স্বাস্থ্য বিভাগ।

বুধবার (১৬ অক্টোব) মদীনা থেকে ১৭০কিলোমিটার দুরে এই দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করে কতৃপক্ষ।

দেশটির ইংরেজি দৈনিক আরব নিউজ জানাচ্ছে, মদীনা থেকে ১৭০ কিলোমিটার দুরে আল আল আকিল নামক এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।

মিশরের টাজ নিউজ এজেন্সির দাবী মৃতের সংখ্যা ৩৬, তবে সৌদির আরব নিউজ ৩৫ জন ওমরা হাজীর মৃত্যু নিশ্চিত করেছে।

মিশরীয় কতৃপক্ষ বলছে, নিহতদের মধ্যে তাদের বেশ কজন নাগরিক রয়েছে।

রিয়াদের উচ্চ পদস্থ একজন পুলিশ মুখপাত্রের বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, বুধবার একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা লোডারের গাড়ির সাথে সংঘর্ষে ভয়াবহ দূর্ঘটনা ঘটে।

অন্যদিকে বাসে থাকা ৩৯ যাত্রীর মধ্যে ৩৬ জন মারা গেছেন বলে নিশ্চিত করেছেন হাসপাতাল কতৃপক্ষ।

এশিয়ান ও আফ্রিকান হাজীদের বহনকারী বাসটি মক্কা থেকে মদীনা যাচ্ছিল।

তবে দূর্ঘটনায় নিহতদের মধ্যে কোন বাংলাদেশী আছে কিনা জানা যায়নি।

Logo-orginal