, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

admin admin

শিবির সন্দেহে বুয়েটের মেধাবী শিক্ষার্থী ফাহাদকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রকাশ: ২০১৯-১০-০৭ ০৯:৩৮:১৯ || আপডেট: ২০১৯-১০-০৭ ০৯:৪৪:৪৩

Spread the love

রাজধানীর চকবাজারে বুয়েটের শেরে বাংলা হল থেকে আবরার ফাহাদ নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
ধারণা করা হচ্ছে শিবির সন্দেহে ফাহাদকে হল থেকে তুলে নিয়ে হত্যা করা হয়েছে।

পরিবার ও সহপাঠিরা বলছে, আবরারকে বেড়ধক পিটিয়ে হত্যা করা হয়েছে।

আবরার ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি কুষ্টিয়ায়।

সহপাঠিরা বলছে, গত রাত আটটার দিকে শের-ই বাংলা হলের এক হাজার ১১ নম্বর কক্ষ থেকে কয়েকজন আবরারকে ডেকে নিয়ে যায়। এর পর রাত দুইটা পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি।

তাদের ধারণা ২ হাজার ১১ নম্বর রুমে নিয়ে তাকে পিটানো হয়। পরে শের ই বাংলা হলের একতলা ও দুই তলার মাঝখানের সিঁড়ি থেকে আবরারের মরদেহ উদ্ধার করা হয়।

কে বা কারা তাকে হত্যা করেছে এ বিষয়ে এখনো কিছু জানাতে পারেনি পুলিশ। এদিকে একই বিষয়ে এখনো কিছু বলেনি বুয়েট কতৃপক্ষ।

Logo-orginal