, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

admin admin

সাকিবকে নিয়ে এইসব কি হচ্ছে! আসুন সবাই পাশে থাকি

প্রকাশ: ২০১৯-১০-২৯ ১৫:২৬:০৭ || আপডেট: ২০১৯-১০-২৯ ১৫:২৬:০৭

Spread the love

ফিক্সিং এর অফারের কথা রিজেক্ট করার পরে সাকিব বিসিবিকে জানিয়েছে, বিসিবি তা আর আইসিসি বা আকসুকে জানায়নি।

তারা সাকিবকে ভবিষ্যতে ধরার একটা উপায় হাতে রেখে দিয়েছিলো। কারণ একমাত্র সাকিবই বিসিবির নিয়ন্ত্রণের বাইরের প্লেয়ার। ধর্মঘটে যাওয়ার পরেই কেন আইসিসি অভিযুক্ত করছে এখন? পাপন নিজেই যে আইসিসিকে অভিযোগ করেছে বা জানিয়েছে এটা অনুমান করতে কোন জ্যোতিষী হওয়ার প্রয়োজন নেই।

আর যারা মিডিয়ার কথা ফলাও করে প্রচার করছেন তারা একটু জেগে উঠুন, ঘুমিয়ে ঘুমিয়ে শেয়ার দিলে হবেনা। যেখানে পাপন নিজেই বলছে আইসিসি এখনো কিছুই জানায়নি কিন্তু সমকাল ঠিকই জেনে গেছে সাকিবকে কত মেয়াদের শাস্তি দেয়া হবে!

এইসব ফিক্সিং এর ব্যাপার উঠে আসবে তা পাপন ২২ তারিখেই ঘোষণা দিয়েছিলো। কারণ ঘটনা তিনি সেদিনই ঘটিয়েছেন। আর মিডিয়া পাপনের বিরুদ্ধে কেন যাচ্ছে না তা না বুঝলে আপনি এখনো শিশুই আছেন। পাপন একজন এমপি!

রাজনীতি করার ব্যাপারে সেদিন বিরোধিতা করলেও আজ আফসোস করতে হচ্ছে সাকিব কেন এমপি হলো না মাশরাফির মতো। সে আজ সরকার দলীয় এমপি হলে এই দিন দেখা লাগতো না।

এখন প্রত্যেকটা খেলোয়াড়ের ফোন কল ট্র‍্যাকিং করা হচ্ছে। সবাই এখন পাপনের হাতে জিম্মি।

কেনিয়া, জিম্বাবুয়ে একসময় বিশ্ব ক্রিকেট শাসন করতো। তারা আজ হারিয়ে গেছে কারণ তাদের ক্রিকেট বোর্ডেও রাজনীতির প্রভাব বেড়ে গিয়েছিলো।

বাংলাদেশ ক্রিকেটটাও নিশ্চিত ভাবেই ধ্বংস হচ্ছে। সময়ের সাথে সাথে কেবল পতন হতে থাকবে।

#লেখা ক্রেডিট – মুনীর আহমদ।

Logo-orginal