, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin admin

স্বাধীনতা ঘোষণা করলো মনিপুর! ভারত জুড়ে তোলপাড়

প্রকাশ: ২০১৯-১০-৩০ ২২:১৪:০০ || আপডেট: ২০১৯-১০-৩০ ২২:১৪:০০

Spread the love

ভারত থেকে স্বাধীনতা ঘোষণা করলো মনিপুর!
ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন মনিপুর রাজ্যের দুই বিদ্রোহী নেতা।

মঙ্গলবার (২৯ অক্টোবর) যুক্তরাজ্যে এই ঘোষণা দেয়ার পাশাপাশি তারা প্রবাসী সরকার গঠনের ঘোষণা দেন, এমন সংবাদ প্রকাশিত হয়েছে আল জাজিরায়।

ওই দুই নেতার দাবি করেন, তাদের এই ঘোষণা রাজা লেইশেম্বা সানাজাওবার পক্ষ থেকে দেয়া হয়েছে।

লন্ডনে বসবাসরত দুই মনিপুরী নেতা ইয়ামবিন বিরেন ও নরেংবাম সমরজিৎ সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে ‘প্রবাসী মনিপুর সরকার’ গঠনের ঘোষণা দেন। বিরেন নিজেকে মনিপুর স্টেট কাউন্সিলের মুখ্যমন্ত্রী দাবি করেন। আর সমরজিৎ দাবি করেন, তিনি নবগঠিত সরকারের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রী।

এবিষয়ে এখনো যুক্তরাজ্যে ভারতীয় হাইকমিশন থেকে কোনো কিংবা ভারত সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

তবে মুখ খোলেননি মনিপুরী রাজাও।

Logo-orginal