, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

admin admin

ইডেনে সুবিধা করতে পারছেন না টাইগাররা” ইনিংস পরাজয়ের শঙ্কা

প্রকাশ: ২০১৯-১১-২৩ ১৯:১৯:৩৬ || আপডেট: ২০১৯-১১-২৩ ১৯:১৯:৩৬

Spread the love

ক্রীড়া ডেস্কঃ ভারত সফরে টেস্ট সিরিজে টাইগারদের ছন্নছাড়া ব্যাটিং। মুশফিক, মাহমুদউল্লাহ, মুমিনুল, ইমরুল কায়েসরা ভারতীয় পেস বোলিং রীতিমতো পৃষ্ঠ। স্বাচ্ছন্দে ব্যাটিং করতে পারছেন না। যে কারণে ইন্দোর টেস্টের মতো ইডেন টেস্টেও একই হাল বাংলাদেশের।

ইন্দোর টেস্টের প্রথম ইনিংসে ৩১ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসেও একই চিত্র। ৪৪ রানে নেই চার ব্যাটসম্যানের উইকেট।

ইন্দোরে ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণে বাংলাদেশ হেরে যায় ইনিংস ও ১৩০ রানের বিশাল ব্যবধানে।

একই চিত্র ইডেন গার্ডেন্সে। দিবা-রাত্রির প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৩৮ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যাওয়া বাংলাদেশ শেষ পর্যন্ত অলআউট হয় ১০৬ রানে।

২৪১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেও সুবিধা করতে পারছেন না টাইগার ব্যাটসম্যানরা।

ইতিমধ্যে ১৩ রানের ব্যবধানে টপঅর্ডার চার ব্যাটসম্যানের উইকেট হারিয়ে ইনিংস পরাজয়ের শঙ্কায় পড়েছে বাংলাদেশ।

বিশ বছর ধরে টেস্ট খেলার পরও সাদা পোশাকের ক্রিকেটকে সেভাবে রপ্ত করতে পারেনি বাংলাদেশ। যে কারণে ভারতের মাঠে দুই টেস্টের সিরিজে ইনিংস ব্যবধানে হারার শঙ্কায় পড়েছে মুমিনুল হকের নেতৃত্বাধীন দলটি। সুত্রঃ যুগান্তর ।

Logo-orginal