, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

Avatar Maftun

উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু

প্রকাশ: ২০১৯-১১-০২ ১২:৩৫:৫৯ || আপডেট: ২০১৯-১১-০২ ১২:৩৫:৫৯

 

রাকিব উদ্দিন

গতকাল শুক্রবার বিকেলে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে শুরু হয় ১৩তম চট্টগ্রাম মহিলা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মাসব্যাপী এ মেলা উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি।বাণিজ্যমন্ত্রী বলেন,
বাণিজ্যে বসতি লক্ষী। এ বাণিজ্য যখন নারীরা এসেছে, তাহলে আমরা এগিয়ে যাবই।

চট্টগ্রামের ব্যবসাকে উল্লেখ করে বলেন,
‘সম্প্রতি আমি ভারতের গুয়াহাটি গিয়েছি।পূর্ব ভারতের মানুষেরা চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে চায়।কারণ তাদের এখন ১ হাজার ২০০ কিলোমিটার ঘুরে যেতে হয় কলকাতা বন্দর। চট্টগ্রাম বন্দর হলে অর্ধেক পথে দাঁড়াবে।আর এটি হলে আমাদের রাজস্ব আয় বাড়বে। কর্মসংস্থান হবে।’

উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মনোয়ারা হাকিম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন,ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত রিনা পি জাহান আরা,ইন্ডিয়ান ইকোনমিক ট্রেড অর্গানাইজেশনর প্রেসিডেন্ট আসিফ ইকবাল,মালেশিয়ান ওয়ার্ল্ড চেম্বারের দাতিন মালিগা সুব্রামানিয়াম,চিটাগাং চেম্বার অব কমার্সের সভাপতি মাহবুবুল আলম, মানতাশা আহমেদ,আলী সাবেত প্রমুখ।

ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত বলেন,নারীরা এগিয়ে যাচ্ছে তার প্রমাণ এই মাসব্যাপী মেলা।নারীরা আরও এগিয়ে যাবে সেটাই চাওয়া।

Logo-orginal