, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

admin admin

কুয়েতে নিহত রেমিট্যান্স যোদ্ধা বেলালের দাফন সম্পন্ন

প্রকাশ: ২০১৯-১১-২১ ১০:১৯:০১ || আপডেট: ২০১৯-১১-২১ ১০:১৯:০১

Spread the love

মৃত্যুর ১২ দিন পর দেশে ফিরেছে কুয়েত প্রবাসী সীতাকুণ্ডের মোহাম্মদ বেলালের (৩৮) লাশ।

স্থানীয় ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দিন জানান, বেলাল উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাটের খাদেমপাড়া গ্রামের মোহাম্মদ আবদুর রহমানের ছেলে। গত ৮ নভেম্বর কুয়েতে মর্মান্তিক এক দুর্ঘটনায় মৃত্যু হয় বেলালের। বুধবার দুপুরে একটি বেসরকারি বিমানে তার লাশ দেশে পৌঁছায়। সীতাকুণ্ডের গ্রামের বাড়িতে লাশ পৌঁছালে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। লাশ দেখতে শত শত মানুষ ভিড় করেন। বাদ জোহর ভাটিয়ারীর মাদামবিবির হাট হযরত শাহজাহানী শাহ (রহ.) মাজার মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বেলালকে দাফন করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, মাত্র ৪ মাস আগে পরিবার-পরিজনের সাথে শেষ দেখা করে কুয়েতে ফিরে গিয়েছিলেন মোহাম্মদ বেলাল। কে জানত এটাই তার জীবনের শেষ বিদায়। দীর্ঘ ১৫ বছর প্রবাস জীবনের ইতি ঘটেছে তার লাশ বাড়িতে আসার মধ্যে দিয়ে।

বেলাল কুয়েতে ছোট খাটো একটা ঠিকাদারির কাজ করতেন। দুর্ঘটনার দিন একটি ভবনের ওপরে থাই গ্লাসের কাজ চলছিল। নিচে সিঁড়িতে দাঁড়ানো ছিলেন বেলাল। হঠাৎ একটি থাই গ্লাস বেলালের মাথায় পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সুত্রঃ ইউএনবি।

Logo-orginal