, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

admin admin

চুয়েট থেকে পাস করেই গুগলে চাকরি পেল ইকবাল

প্রকাশ: ২০১৯-১১-২৮ ১০:১৯:৩২ || আপডেট: ২০১৯-১১-২৮ ১০:১৯:৩২

Spread the love

বিশ্বের সর্ববৃহৎ সার্চ ইঞ্জিন এবং প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগ পেলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সদ্য গ্র্যাজুয়েট ইয়ামিন ইকবাল।

ইয়ামিন ইকবাল চুয়েটের কম্পিউটার কৌশল বিভাগের ‘১৪ ব্যাচের শিক্ষার্থী। এ বছরের সেপ্টেম্বরের শেষের দিকে তিনি স্নাতক ডিগ্রি শেষ করেন।

২৬ নভেম্বর গুগলের নিয়োগপত্র হাতে পেয়েছেন ইয়ামিন। শিগগিরই তিনি তাইওয়ানের উদ্দেশে দেশত্যাগ করবেন। এবং আগামী বছরের ৩ ফেব্রুয়ারি গুগলে যোগদান করবেন বলে জানিয়েছেন।

এ অর্জনের পেছনে কোন দক্ষতাকে গুগল প্রাধান্য দিচ্ছে বলে মনে করেন? এমন প্রশ্নের জবাবে ইয়ামিন ইকবাল জানান, তাৎক্ষণিকভাবে ভাইভার সঠিক উত্তর এবং সফলভাবে প্রোগ্রামিংয়ের সমস্যা সমাধানই তাঁর নিয়োগ পাওয়ার কারণ হতে পারে।

ইয়ামিন ইকবাল বিশ্ববিদ্যালয়জীবনে বিভিন্ন প্রোগ্রামিং প্রতিযোগিতায় সফল হয়ে বিভিন্ন পুরস্কার অর্জন করেছেন। উৎসঃ প্রথম আলো ।

Logo-orginal