, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin admin

জনসম্মূখে নেকাব খুলতে বলায় বেলজিয়াম থেকে ফেরত গেল এক পর্দাশীন নারী

প্রকাশ: ২০১৯-১১-১৮ ০৮:৪১:৫১ || আপডেট: ২০১৯-১১-১৮ ০৮:৪১:৫১

Spread the love

জনসম্মুখে নেকাব খুলতে বলায় এয়ারপোর্ট থেকেই ফিরে গেলেন তিউনিসিয়ার এক পর্দাশীন নারী।

আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরায় প্রকাশিত সংবাদে প্রকাশ ড্যানিশ এই মুসলিম নারী তিউনিসিয়া থেকে বেলজিয়ামে এসে এয়ারপোর্ট থেকে ফেরত গিয়েছেন।

কারন এয়ারপোর্টে তাঁকে নেকাব খুলার জন্যে বলা হয়, আর এই পর্দানশিল নারী নেকাব খুলতে অস্বীকৃতি জানান। শুধু তাই নয়, ব্রাসেলস এয়ারপোর্ট কতৃপক্ষ এই নারীকে আলাদা কোন রুমে নিয়ে নারী কর্মকর্তা দিয়ে চেক করতে অস্বীকৃতি জানান ।

পর্দানশিল এই নারীও জনসম্মুখে এবং কোন পুরুষের সামনে নেকাব খুলতে ইচ্ছুক নন, তাই উনি বেলজিয়ামে প্রবেশ না করে ব্রাসেলস এয়ারপোর্ট থেকেই আবার তিউনিসিয়ায় ফিরে যান ।সংখ্যাগরিষ্ট খৃস্টান দেশের একজন সংখ্যালঘু মুসলিম নারী হওয়ার পরও পর্দার প্রতি তাঁর সম্মান ও ধর্মভীরুতায় সত্যি মুগ্ধ । অথচ আজ মুসলিম দেশের অধিকাংশ নারীরাই পর্দার বিধান মেনে নিতে নারাজ ।

আমাদের দেশের নারী সমাজ পর্দার গুরুত্ব শিক্ষা নিতে পারে এই ড্যানিশ নারীর কাছ থেকে ।

Logo-orginal