, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

admin admin

লোহাগাড়ায় হাতি” আতংকিত লোকালয়” সরাতে কাজ করছে প্রশাসন

প্রকাশ: ২০১৯-১১-২১ ১১:১৮:৫৮ || আপডেট: ২০১৯-১১-২১ ১২:০৪:৪৩

Spread the love

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজানে হাতির পাল প্রবেশের সংবাদ পাওয়া গেছে।

প্রায় ৫ টি হাতি পাহাড় থেকে কলাউজানে এসে অবস্থান করছে।

আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশের একটি টীম।

কলাউজানের হিন্দু হাটের পুর্বে একটি কবরস্থানে হাতিটি অবস্থান করছে বলে আরটিএমকে নিশ্চিত স্থানীয় এক দোকানদার।

তবে হাতিটি এখনো পর্যন্ত কোন ক্ষয়ক্ষতি বা আক্রমণ করেনি।

ধারণা করা হচ্ছে, পার্বত্যজেলা বান্দরবানের পাহাড় থেকে হাতিটি কলাউজান পৌঁছে।

অন্যদিকে বিগত কয়েক বছর থেকে বান্দরবান সীমান্তে অবস্থিত লোহাগাড়ার পদুয়া কলাউজান চরম্বা ও পুটিবিলা ইউনিয়নে বন্যহাতির আক্রমণ অব্যাহত আছে।

Logo-orginal