, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin admin

কসবার রেল দুর্ঘটনায় আহত ৪৪ জনের রক্তের প্রয়োজন” এগিয়ে আসুন প্লিজ

প্রকাশ: ২০১৯-১১-১২ ১২:২৫:১৪ || আপডেট: ২০১৯-১১-১২ ১২:২৫:১৪

Spread the love

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ এলাকায় ট্রেন দুর্ঘটনায় আহত ৪৪ জনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। মঙ্গলবার (১২ নভেম্বর) ভোরে দুর্ঘটনার পর সকাল থেকেই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ধাপে ধাপে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

হাসপাতাল কতৃপক্ষ জানিয়েছে, আহত অনেক রোগীর জন্য রক্তের প্রয়োজন। রক্তের গ্রুপ উল্লেখ করে তা প্রচার করা হচ্ছে। স্বেচ্ছায় রক্ত দিতে অনেকে এগিয়ে আসছেন। তাছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ বিষয়ে স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ স্বতঃস্ফুর্তভাবে প্রচারণা চালাচ্ছেন।

এদিকে মঙ্গলবার সকাল থেকেই দুর্ঘটনার শিকার দুটি ট্রেনে থাকা যাত্রীদের স্বজনরা হাসপাতালে ভীড় করছেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক শওকত হোসেন জানান, এ পর্যন্ত ৪৪ জনকে এ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা তাদের চিকিৎসা দিচ্ছি। তবে এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। প্রয়োজন হলে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হতে পারে। সুত্রঃ নয়া দিগন্ত।

Logo-orginal