, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

Avatar Maftun

চট্টগ্রামে ভেল্লা অ্যাসথেটিক্সে’ চলছে তিনদিন ব্যাপী লেজার ট্রিটমেন্ট ক্যাম্প

প্রকাশ: ২০১৯-১১-২৯ ০০:০৩:৪০ || আপডেট: ২০১৯-১১-২৯ ০০:০৩:৪০

 

রাকিব উদ্দীন

বন্দরনগরী চট্টগ্রামে ডাঃ দিলরুবা সুলতানা সুমাইয়া’র নেতৃত্বে নগরীর শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে চলছে ২৭-২৯ নভেম্বর তিনদিন ব্যাপী শ্বেতরোগ, স্কিনকেয়ার ও লেজার ট্রিটমেন্ট এর বিশেষ ক্যাম্প যা চলবে আগামী ২৯ নভেম্বর রাত ১০টা পর্যন্ত।

ভেল্লা অ্যসথেটিক্’স এর ব্যবস্থাপনা পরিচালক ও কনসালটেন্ট ডাঃ দিলরুবা সুলতানা সুমাইয়া বলেন-
বর্তমানে আমরা ঢাকার পাশাপাশি সারাদেশ ব্যাপী আমাদের কাজের মান বজায় রেখে রোগীদেরকে ভালো মানের সেবাসমুহ দিতে আমরা সচেষ্ট আছি, তারই ধারাবাহিকতা চট্টগ্রামে বিপুল পরিমাণে আগ্রহের সুবাদে আমরা তিনদিন ব্যাপী ক্যাম্প শুরু করেছি এতে আমরা ভালো সাড়াও পেয়েছি যা আগামীতে আমাদের এই ক্যাম্প এর সেবাসমূহ অব্যাহত থাকবে।

এই ক্যাম্পে ইভেন্ট সহযোগিতায় ছিলো স্বনামধন্য ইভেন্ট ফার্ম মিরর অ্যাড এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট।সেবাসমূহের মধ্যে কিছু উল্লেখযোগ্য হল- পারমানেন্ট হেয়ার রিমোভাল,আইব্রোস মাইক্রোব্লাডিং,আইলেশ এক্সটেনশন, বি বি গ্লো ফেসিয়াল, কেমিক্যাল পিলিং, বোটক্স,পি আর পি হেয়ার রিগ্রোথ,মেলাসমা ট্রিটমেন্ট, ডায়মন্ড ফেসিয়াল, বার্ন স্কার ট্রিটমেন্ট,পোস্ট প্রেগন্যান্সি স্কার রিমোভাল,ওয়েট রিডাকশন সার্ভিস,
ডায়েট কনসাল্টেশন ইত্যাদি।

Logo-orginal