, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

admin admin

জুমার নামাজ আদায় করতে চুনতি সীরাতুন্নবী (সঃ) মাহফিলে মুসল্লীর ঢল

প্রকাশ: ২০১৯-১১-২২ ২২:৩৮:৫৮ || আপডেট: ২০১৯-১১-২২ ২২:৪৪:৩১

Spread the love

চট্টগ্রামের লোহাগাড়ায় চুনতি সীরাত ময়দানে ঐতিহাসিক ১৯ দিনব্যাপী ৪৯তম সীরতুন্নবী (সা:) মাহফিলের আজ ছিল শেষ জুমাবার।

আজ জুমাাবার (২২ নভেম্বর) ছিল মাহফিলের শেষ জুমার দিন, বিদায়ী জুমার নামাজ আদায় করতে কানায় কানায় পুর্ন হয়ে উঠে মুসল্লীদের আগমনে।

নামাজের আগে দুপুরে খাবার পরিবেশন করতে গিয়ে হিমশিম খেতে হয় আয়োজক ও স্বেচ্ছাসেবকদের।

তবে সবকিছুকে ছাড়িয়ে এক অপরূপ দৃশ্যের অবতারণা হয় জুমার নামাজের জামায়াতে।

মরহুম শাহ সাহেব (রাহঃ) কতৃক প্রতিষ্ঠিত ঐতিহাসিক ১৯ দিনব্যাপী সীরাত মাহফিলের শেষ দিন যতই ঘনিয়ে আসছে ততই লোক সমাগম বাড়ছে।

আগামী শুক্রবার ফজরের নামাজের পর আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হবে মাহফিল।

আয়োজক কমিটি ১৯ দিনব্যাপী এত বড় মাহফিল আন্জাম দিতে সবার সহযোগিতা কামনা করেছেন।

আরটিএম পরিবারও আশা করে যার অবস্থান থেকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ।

উল্লেখ্য, চট্টগ্রাম শহর থেকে ৭৪ কিলোমিটার দক্ষিণে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক সংলগ্ন পাহাড়বেষ্টিত নয়নাভিরাম লোহাগাড়ার চুনতি গ্রামের অবস্থান।

১৩ একর আয়তন বিশিষ্ট এ ময়দানে ১৯৭২ সাল থেকে সীরাতুন্নবী (সা:) মাহফিল অনুষ্ঠিত হয়ে আসছে। মাহফিলের গোড়াপত্তন করেন শাহ সাহেব কেবলা চুনতি।

Logo-orginal