, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪

admin admin

সৌদিতে নির্যাতনের শিকার, দেশে ফিরে আ’ত্মহ’ত্যা করলেন সেই আসমা

প্রকাশ: ২০১৯-১১-২৬ ১০:৩৪:১৯ || আপডেট: ২০১৯-১১-২৬ ১০:৩৪:১৯

Spread the love

সৌদি আরবে গৃহকর্মীর কাজ করতে গিয়ে অমানুষিক নি’র্যাত’নের স্বীকার হয়েছিলেন আসমা খাতুন (১৯)। নি’র্যাতন সইতে না পেরে একমাস আগে দেশে ফিরে আসেন তিনি। কিন্তু দেশে ফিরেও তিনি ভুলতে পারেন নি সেই স্মৃ’তি, মানিয়ে নিতে পারেন নি আশেপাশের সবার সাথে।

তাই মানসিক যন্ত্র’ণা থেকে বাঁচতে আত্নহ’ত্যার পথ বেছে নিলেন আসমা। ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়া জে’লার সরাইলে বুধবার (২০ নভেম্বর)। আসমা’র মা রহিমা বেগম জানান, সৌদি আরব থেকে আসার পরই আসমাকে মনম’রা দেখা যায়। সৌদিতে শারীরিক নি’র্যাত’নের শি*কার হয়েছিল সে। সে যন্ত্র’ণা সহ্য করতে না পেরেই আসমা আত্মহ’ত্যার পথ বেছে নেয় বলে ধারণা করা হচ্ছে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মক’র্তা মোঃ শাহাদাৎ হোসেন টিটু জানান, সৌদি আরব থেকে ফিরেও মে’য়েটি মানসিক যন্ত্র’ণার মধ্যে ছিল। মানসিক তৃপ্তির জন্য তাকে বোন জামাইয়ের বাড়িতে বেড়াতে পাঠানো হয়। সেখানেই একদিন থাকার পর সে আত্মহ’ত্যা করে। মানসিক যন্ত্র’ণা থেকেই সে আত্মহ’ত্যা করে থাকতে পারে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে পরিবারের কোনো অ’ভিযোগ ছিল না। #সংগৃহীত ফেইচবুক থেকে।

Logo-orginal