, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin admin

কর্ণফুলি নদীর ভাঙ্গন রোধে রাঙ্গুনিয়ার মরিয়মনগরে মানববন্ধন

প্রকাশ: ২০১৯-১২-১১ ১৯:৪০:০৮ || আপডেট: ২০১৯-১২-১১ ১৯:৪০:০৮

Spread the love

ইসমাঈল হোসেন নয়ন, রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ
রাঙ্গুনিয়ায় কর্ণফুলি নদীর ভাঙ্গন রোধে উপজেলার মরিয়মনগর ও পৌর এলাকার ইছামতি গ্রামের কর্ণফুলি নদীর পাড়ে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে। নদীর তীরের প্রায় দেড় কিলোমিটার এলাকাজুড়ে ভুক্তভোগী শত শত মানুষ এ মানববন্ধনে অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, চর, ফসলি জমিসহ দেড় কিলোমিটার জায়গা ভাঙ্গনের মুখে। কর্ণফুলি নদীতে বিলীন হয়ে গেছে বহু ঘর বাড়ি। কর্ণফুলি ভাঙনের কবলে পড়ে গত চার-পাঁচ বছরে ৭০০ পরিবার সব হারিয়ে অন্য এলাকায় গিয়ে মানবেতর জীবন যাপন করছেন। এলাকাবাসী বলছেন, বিশাল চর ভাঙ্গন রোধ করা না গেলে অতিশীঘ্রই পার্শ্ববর্তী এলাকা বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
কর্মসূচিতে মরিয়মনগর ইউনিয়নের রশিদিয়া পাড়া, আমির কুলাল পাড়া, শেখ পাড়া ও পৌরসভার ইছামতি গ্রামের শিশু, নারী-পুরুষ এতে অংশ নেয়। সমাবেশে বক্তব্য দেন মরিয়ম নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মুহাম্মদ সেলিম, মরিয়মনগর ইউনিয়ন আ’লীগের সভাপতি মুজিবুল হক হিরু, পৌরসভার ইছামতি এলাকার কাউন্সিলর লোকমানুল হক তালুকদার, উপজেলা যুবলীগের কার্যনির্বাহী সদস্য ওমর শরীফ চৌধুরী, মো. ফজল, আওয়ামী লীগ নেতা আবদুল জব্বার, মো. সফুর , মিজানুর রহমান, স্থানীয় বাসিন্দা মুহাম্মদ জাহেদ উদ্দীন আশরাফী, মো. নুরুন্নবী, নঈম উদ্দীন, মো. জাহেদ, মো. শাহিন, মো. আরিফ, মো. জামাল, মো. এরশাদ, মো. আজগর, মো. করিম, মো. ওমর জাহেদ প্রমুখ। মানববন্ধন শেষে প্রশাসনের কাছে স্মারকলিপি দিতে গণসাক্ষর নেয়া হয়।

Logo-orginal