, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪

admin admin

কুয়েতে না ফেরার দেশে চলে গেল আরও এক বাংলাদেশী রেমিট্যান্স যোদ্ধা

প্রকাশ: ২০১৯-১২-০৯ ২৩:৩৮:৪৪ || আপডেট: ২০১৯-১২-০৯ ২৩:৩৮:৪৪

Spread the love

কুয়েতে না ফেরার দেশে চলে গেল আরও এক বাংলাদেশী রেমিট্যান্স যোদ্ধা।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

আজ সোমবার ( ৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টায় কুয়েতের সাবাহ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলাদেশী মোঃ রিদওয়ান।

মরহুমের বন্ধু চট্টগ্রামের শহীদুল আলম চৌধুরী আরটিএমকে বিষয়টি নিশ্চিত করেন।

চট্টগ্রাম জেলার সন্দীপ উপজেলার বাসিন্দা মরহুম মোঃ রিদওয়ান ক্যান্সারে আক্রান্ত হয়ে গত প্রায় ৮ দিন থেকে সাবাহ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এর আগে আজ দুপুরে মোঃ রিদওয়ানের জন্য দোয়া চেয়ে ফেইচবুকে স্ট্যাটাস দিয়েছিলেন আরটিএমের নির্বাহী পরিচালক আবুল কাশেম।

কুয়েতের আল রাই ইন্ডাস্ট্রি এরিয়া সন্দীপের প্রবাসী ব্যবসায়ী মোঃ আলীর দোকানে কর্মরত ছিলেন মরহুম রিদওয়ান।

অত্যন্ত সাদাসিধে জীবন যাপনে অভ্যস্ত ছিলেন তিনি, তার মৃত্যুতে কুয়েতস্থ বিভিন্ন সামাজিক সংগঠন ও ব্যাক্তিবর্গ শোক প্রকাশ এবং মরহুমের রূহের মাগফেরাত কামনা করেছেন।

এই রিপোর্ট লেখার সময় প্রবাসী ব্যবসায়ী শহীদ আরটিএমকে জানান, কুয়েত থাকা মরহুমের স্বজনরা আগামীকাল মঙ্গলবার ( ১০ ডিসেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর কুয়েত থেকে সরাসরি চট্টগ্রামের ফ্লাইটে মরহুমের মরদেহ দেশে প্রেরণের চেষ্টা চালাচ্ছে।

Logo-orginal