, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin admin

প্রবাসি ভাই” আব্দুল্লাহ নুর নাজমুল হাসান

প্রকাশ: ২০১৯-১২-১১ ১৮:৩৮:১১ || আপডেট: ২০১৯-১২-১১ ১৮:৩৮:১১

Spread the love

প্রবাসি ভাই
আব্দুল্লাহ নুর নাজমুল হাসান
কুয়েতঃ

প্রবাসি ভাই ও প্রবাসি ভাই
তুমি কেনো আগে বলনি?
প্রবাস জীবনের করুন কাহিনী।

প্রবাসি ভাই ও প্রবাসি ভাই
তুমি কেনো আগে দেখা করনি?
এই অবলা ছেলেটির সাথে।

কেনো বলনি প্রবাসের সুখ কতটুকু
আর দুঃখ কত বড়?
কেনো জানাওনি এই প্রবাস জীবনের
নির্মম পরিহাসের কথা।

প্রবাসি ভাই ও প্রবাসি ভাই তুমি কি জানো?
এই প্রবাসে এসে আমি কতটা কষ্টে আছি।

দেশে যখন আমি ছিলাম।
স্বপ্নের সেই নীল আকাশে।
স্বপ্ন দিয়ে বানানো সেই ঘুড়ি
স্বপ্নের নীল আকাশে ওড়াতাম।

আর মনে মনে আমি বলতাম
সুখের আশায় বিদেশ পারি দেবো।
সেখানে গিয়ে সুখের দুয়াড়ে
হাতছানি দিয়ে সুখকে ডাকবো

আয়রে সুখ আয়রে
আমার ঘড়ে আয়রে।
ধান দিবো মুড়ি দিবো
আরো দিবো চিরে।

প্রবাসের এই নির্মম পরিহাস দেখে
দুঃখের সাগড়ে দেখেছি।
টাকা দিয়ে আমি বুঝি
দুঃখ কিনে এনেছি।

তাই মনে মনে বলি

নাইরে চাকড়ি নাইরে টাকা
নাইরে কোনো সুখ।
দুঃখের সাগড়ে দিচ্ছি পারি
কেমনে দেখাই মুখ।

Logo-orginal