, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin admin

বিয়ের স্টেজে বরের ইমামতিতে নামাজের দৃশ্য সোশ্যাল জগতে ভাইরাল

প্রকাশ: ২০১৯-১২-২৮ ২২:২৯:০৩ || আপডেট: ২০১৯-১২-২৮ ২২:২৯:০৩

Spread the love

ইসলামে, বিবাহ হল বিবাহযোগ্য দুইজন নারী ও পুরুষের মধ্যে দাম্পত্য সম্পর্ক প্রনয়নের বৈধ আইনি চুক্তি ও তার স্বীকারোক্তি। দাম্পত্য জীবন মানবজীবনের অতীব গুরুত্বপূর্ণ অধ্যায়। এর সূচনাপর্ব হলো বিবাহ। বিবাহ হলো ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক ইবাদত।

এমনই এক বিয়ের অনুষ্ঠানে স্টেজে নামাজ আদায়ের দৃশ্য ভাইরাল হয়েছে। শুধু এ দৃশ্যই নয়, বর নিজে জামাতের সাথে স্টেজে নামাজ আদায় করেন। আর এতে ইমামতিও করেন বিয়ের বর। এমনই একটি ঘটনা ঘটে সিলেটে।

এমন ছবি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সেখানে বিয়ের অনুষ্ঠানে স্টেজেই আসরের নামাজ আদায় করেন বর। শুধু নামাজই আদায় নয় নিজেও ইমামতি করেন। সিলেটের একটি কনভেনশন হলে এই বিয়ের অনুষ্ঠান ছিল। এমন দৃশ্য দেখে অনেকেই মুগ্ধ হয়েছেন।

পোস্টটি প্রকাশিত হয়েছে বিয়ানীবাজারভিউ২৪ডটকমে, তবে বিবাহের দিন তারিখ উল্লেখ করা হয়নি।

Logo-orginal