, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin admin

লোহাগাড়া থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন জাকের হোসাইন মাহমুদ

প্রকাশ: ২০১৯-১২-১০ ২৩:৪৩:১০ || আপডেট: ২০১৯-১২-১০ ২৩:৪৩:১০

Spread the love

চট্টগ্রামের লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন জাকের হোসাইন মাহমুদ।

মঙ্গলবার ১০ ডিসেম্বর মঙ্গলবার তিনি লোহাগাড়া থানার ওসি হিসেবে যোগদান করেন।

চলিত দায়িত্বেে থাকা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ রাশেদুল ইসলাম নতুন ওসিকে দায়িত্ব বুঝিয়ে দেন।

জানা যায়, ওসি জাকের হোসাইন মাহমুদ ১৯৯৭ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেছেন। ২০১০ সালে ইন্সপেক্টর হিসেবে তিনি পদন্নোতি পান। পরে তিনি পুলিশ পরিদর্শক( তদন্ত) হাটহাজারী থানা, ওসি ডিবি খাগড়াছড়ি থানা,পুলিশ পরিদর্শক( তদন্ত) চকরিয়া থানা,।

ওসি ডিবি কক্সবাজার,ওসি টুরিস্ট কক্সবাজার,সিঅাইডি ইনচার্জ কক্সবাজার,ওসি ফটিকছড়ি থানা এবং এসবিএন এ কর্মরত ছিলেন।

তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে পদার্থ বিজ্ঞান বিভাগ নিয়ে অনার্স-মাষ্টার্স সম্পন্ন করেন।
পারিবারিক জীবনে তিনি ১ ছেলে ২ কন্যা সন্তানের জনক, তার বাড়ী ফেনীর সদরে।

মুহাম্মদ জাকের হোসাইন মাহমুদ ওসি হিসেবে লোহাগাড়া থানায় যোগদান করলে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করেন থানার স্টাফবৃন্দরা।এসময় লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.রাশেদুল ইসলাম, সেকেন্ড অফিসার এসআই মুহাম্মদ আবদুল হকসহ সকল পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

নবাগত ওসি জাকের হোসাইন মাহমুদ জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স অবস্থান থাকবে।বাংলাদেশ পুলিশকে সাধারণ জনগণের আস্থার প্রতীক হিসেবে নিজেকে উপস্থাপন করব। পাশাপাশি আইনশৃঙ্খলার উন্নতি ঘটিয়ে লোহাগাড়া উপজেলাকে একটি আদর্শ, নিরাপদ ও মডেল থানা হিসেবে প্রতিষ্ঠিত করব। তিনি আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে উপজেলার সর্বস্তরের জনগণের সার্বিক সহযোগীতা কামনা করেছেন।

এর আগে গত ৩ ডিসেম্বর সাইফুল ইসলাম লোহাগাড়া থানা হতে রাঙ্গুনিয়া মডেল থানায় বদলী করা হয়।

Logo-orginal