, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪

admin admin

শ্রীলঙ্কাকে ২ রানে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল

প্রকাশ: ২০১৯-১২-০৮ ১৫:৫৩:০৭ || আপডেট: ২০১৯-১২-০৮ ১৫:৫৩:৪৮

Spread the love

নেপালের পোখারাতে সাউথ এশিয়ান গেমসের নারী ক্রিকেটের ফাইনালে শ্রীলঙ্কাকে ২ রানে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।বাংলাদেশকে জবাব দিতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে লঙ্কানরা।

নাহিদাদের বোলিংতোপে শুরুতেই ৪ উইকেট হারিয়েছে তারা। পরবর্তীতে ছোট ছোট জুটি গড়লেও উইকেট তুলে নিতে থাকে বাংলাদেশ। লঙ্কানরা শেষ পর্যন্ত ৮ উইকেটে ৮৯ রান করতে সক্ষম হয়।

এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো হয় নি বাংলাদেশের। ওপেন করতে নেমে আয়েশা ফিরেন মাত্র ২ রানে। তারপর মুর্শিদা ১৪ ও সানজিদা ১৫ রান করলে ফিরলে বিপাকে পরে বাংলাদেশ। এর পর আর দাড়াতে পারেনি ফারজানা ও রিতু মনি। দুইজনে ফিরেন (০) রানে।

 

পরবর্তীতে নিগার সুলতানা ও ফাহিমা খাতুন ধীর গতির ব্যাটিং করে তুলে ৩০ রান। ফাহিমা ফিরেন ১৫ রানে। তারপরে জাহানারা আলম ক্রিজে আসলেও ফিরেন ২ রানে। শেষ দিকে নিগার সুলতানার অপরাজিত ২৯ রানের উপর ভর করে ৮ উইকেট হারিয়ে ৯৮ রান তুলে বাংলাদেশ নারী দল।টুর্নামেন্টের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। তাই ফাইনালে মাঠে নামার আগে সেই জয় আত্নবিশ্বাস যোগাবে বাঘিনীদের।

এর আগে ২০১০ সালে এশিয়ান গেমসে ক্রিকেটে সোনা জিতেছিল বাংলাদেশ। এবার বাংলাদেশ নারী ক্রিকেট দলের সামনে প্রথমবারের মত সোনা জেতার সুযোগ।

#বাসস।

Logo-orginal