, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

admin admin

সবার আকুতি ‘একটি হলেও পেঁয়াজ দিন’

প্রকাশ: ২০১৯-১২-০১ ১৭:৪৫:১৯ || আপডেট: ২০১৯-১২-০১ ১৭:৪৫:১৯

Spread the love

বরিশালে দ্বিতীয় দফায় টিসিবির ৪৫ টাকা দরের পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে। আর এ পেঁয়াজ কিনতে সকাল থেকে লাইন ধরে দাঁড়িয়ে আছেন বিভিন্ন শ্রেণির নারী-পুরুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ভ্রাম্যমাণ পেঁয়াজ বিক্রিরস্থলে রাখা হয়েছে মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানার পুলিশ।

রোববার সকাল থেকে বরিশালের নির্ধারিত পাঁচটি পয়েন্টে খোলা বাজারে এ পেঁয়াজ বিক্রি করছে টিসিবির ডিলাররা। পেঁয়াজগুলো আকারে বড় হলেও খুচরা ও পাইকারি বাজারের থেকে দাম কম হওয়ায় সকাল থেকেই টিসিবির ডিলারদের ট্রাক ঘিরে দীর্ঘ লাইন দেখা গেছে।

এসময় লাইনে দাঁড়িয়ে দীর্ঘ সময় অপেক্ষার পরও পেঁয়াজ কিনতে না পারায় সন্তোষ প্রকাশ করছেন ক্রেতারা। পাশাপাশি খুচরা ও পাইকারি বাজার স্বাভাবিক না হওয়া পর্যন্ত টিসিবির এ কার্যক্রম অব্যাহত রাখার দাবি অনেকেই। সবার আকুতি ‘একটি হলেও পেঁয়াজ দিন’!

বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলের মতো বরিশালেও পেঁয়াজের বাজার অস্থিতিশীল ছিলো। এ কারণে ২০ নভেম্বর ডিসির কার্যালয় চত্বরে টিসিবি’র পেঁয়াজ বিক্রির কার্যক্রমের উদ্বোধন করা হয়।

Logo-orginal