, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

admin admin

১২০,০০০ অবৈধ বিদেশী নাগরিকের বিরুদ্ধে কুয়েতে নিবিড় সুরক্ষা প্রচার অভিযান…

প্রকাশ: ২০১৯-১২-০২ ০৯:২৮:২৫ || আপডেট: ২০১৯-১২-০২ ০৯:২৮:২৫

Spread the love

সংগৃহীত ফাইল ছবি,
কুয়েত সিটিঃ কুয়েতে প্রবাসীদের ঘনবসতিপূর্ণ জায়গাগুলিতে নিবিড় সুরক্ষা প্রচারের মাধ্যমে রেসিডেন্সির আইন লঙ্ঘন করেছে এমন ১২০,০০০ বিদেশী নাগরিকদের বিরুদ্ধে প্রচার অভিযান পরিচালনা করা হবে।

রোববার (১ ডিসেম্বর) আরবী দৈনিক আল আনবার বরাত দিয়ে আরব টাইমসের সংবাদে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সুত্রে প্রকাশ, প্রায় ১২০,০০০ জন বিদেশী নাগরিক অবৈধভাবে বা একামা ছাড়াই কুয়েতে অবস্থান করছে।

তাদেরকে বৈধ অবস্থানে ফিরিয়ে আনার লক্ষ্যে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিকল্পনা করেছে। পাশাপাশি বিভিন্ন খামার, আবাসিক এলাকা ও শিল্প এলাকায় বসবাসরত অবৈধ বিদেশী নাগরিকদের অবস্থান চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছে মন্ত্রণালয়ের আবাসিক বিষয়ক জেনারেল বিভাগ বা ইমিগ্রেশন ডিপার্টমেন্ট।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উর্ধতন কতৃপক্ষের নতুন নির্দেশনা অনুযায়ী যথাযথ পদক্ষেপ নেওয়া হবে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সূত্রটি জানিয়েছে যে, ইমিগ্রেশন বিভাগের নিকট বেশ কিছু প্রবাসী পরিবারের সদস্য রেসিডেন্সি আইন লঙ্ঘনের তথ্য আছে, এমতাবস্থায় তাদের অন্য কোন সদস্যের একামা বা ভিজিট ভিসা নবায়ন করা যাবেনা” যতক্ষণ আইন লঙ্ঘনকারী সদস্য কুয়েত ত্যাগ বা বৈধ অবস্থানে ফিরে আসবেনা।

অন্যদিকে, কোন কুয়েতি নাগরিক যদি গৃহকর্মী লেনদেন বা মানসিক চাপ প্রয়োগে গৃহকর্মী রেসিডেন্সি আইন লঙ্ঘন করেছে বলে প্রমাণিত হবে, সেক্ষেত্রেও যথাযত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, বেশ কজন বাংলাদেশী জানতে চেয়েছে কুয়েতে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে কিনা?
না” এখন পর্যন্ত এই বিষয়ে সুস্পষ্ট কোন ঘোষণা দেওয়া হয়নি।

তবে একই বিষয়ে কাজ চলছে বলে জানা গেছে।

কুয়েতে অবস্থানরত বিদেশী নাগরিকদের আইন মেনে চলার আহবান জানালেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

Logo-orginal