, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

admin admin

আজ শহীদ সোহরাওয়ার্দীর ৫৬তম মৃত্যুবার্ষিকী

প্রকাশ: ২০১৯-১২-০৫ ০৯:৪১:৫৭ || আপডেট: ২০১৯-১২-০৫ ০৯:৪১:৫৭

Spread the love

গণতন্ত্রের মানসপুত্র, উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৫৬তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৬৩ সালের এই দিনে লেবাননের বৈরুতে একটি হোটেলে নিঃসঙ্গ অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বরেণ্য এই নেতা।

ঢাকার হাই কোর্টের পাশে তাকে সমাহিত করা হয়। ১৮৯২ সালের ৮ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মেদিনীপুরের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তার জন্ম। তার পিতা কলকাতা হাই কোর্টের খ্যাতনামা বিচারক স্যার জাহিদ সোহরাওয়ার্দী।

শহীদ সোহরাওয়ার্দী ১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকে মুসলিম লীগ সরকারের একনায়কতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদী ভূমিকা পালন করেন।

তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। এছাড়া আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করবে।

Logo-orginal