, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin admin

আরও এক ইখওয়ান নেতাকে মিশরের নিকট হস্তান্তর করল কুয়েত সরকার

প্রকাশ: ২০১৯-১২-১৬ ১৩:২৫:১১ || আপডেট: ২০১৯-১২-১৬ ১৩:২৫:১১

Spread the love

(সংগৃহীত ফাইল ছবি)
কুয়েতের কারাগারে বন্দী থাকা মিশরের“ব্রাদারহুডের এক নেতাকে কায়রোর নিকট হস্তান্তর করেছে কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার (১৬ ডিসেম্বর) দেশটির ইংরেজি দৈনিক আরব টাইমসে প্রকাশিত সংবাদে জানাযায়, ইখওয়ানের বর্তমান ও প্রাক্তন নেতৃত্বের অনুরোধ সত্ত্বেও ইসলাম নামের ঐ নেতাকে মিশর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিকট হস্তান্তর করেছে কুয়েত।

আটক ইসলাম তুরস্ক বা অন্য কোনও দেশে নির্বাসিত হতে আবেদন করে অনুমতি পাননি, কারণ মিশরের সাথে প্রতিরক্ষা চুক্তি রয়েছে কুয়েতের।

আরবী দৈনিক আল রাইয়ের বরাত দিয়ে আরব টাইমস জানায়, কুয়েত মিশরের সাথে প্রতিরক্ষা চুক্তিতে অনুসারে প্রতিশ্রুতিবদ্ধ যে, মিশরীয় কতৃপক্ষকে তাদের নিরাপত্তা ও স্থিতিশীলতার বিষয়টি বিবেচনায় নিয়ে এসব বন্ধীদের ফেরত দিতে হয়।

সূত্রের খবর, আটক ইখওয়ান নেতা তুরস্ক থেকে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে আসার পর তাকে আটক করা হয়েছিল।

দৈনিকটি আরও বলেছে, কুয়েতে তাদের গতিবিধি নিরাপত্তা বিভাগ সব সময় নজরদারীতে রেখেছে।

গত জুলাইয়ের মাঝামাঝি সময়ে কুয়েতে বেশ কয়জন ইখওয়ান নেতাকে আটক করা হলে তিনি তুরস্কে চলে যান।

পেশায় ডাক্তার এই নেতা পরবর্তী সময়ে সহপাঠীদের সবুজ সংকেত পেয়ে কুয়েতে প্রবেশ করতে এসে বিমানবন্দরেই আটক হন।

সুরক্ষা সূত্রে জানা গিয়েছে, আটক ব্যক্তি পেশায় একজন দাঁতের চিকিৎসক এবং তিনি কুয়েতে কর্মরত ছিলেন এবং এর আগে তিনি মিশরের সোহাগের একটি হাসপাতালে কর্মরত ছিলেন।

আটক সন্দেহভাজন এই ব্যক্তি মিশরের “ব্রাদারহুড” সাথে সম্পর্ক ও অর্থ যোগানদাতা ছাড়াও মিশেরের খৃষ্টান গীর্জায় হামলার অভিযোগ রয়েছে।

আটক ব্যক্তি তার বিরুদ্ধে আনীত সব অভিযোগ অস্বীকার করেছে।

Logo-orginal