, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

admin admin

জয় বাংলা মাল্টিমিডিয়া সম্মননা পেল সাহেব বিবি পিকচার্স

প্রকাশ: ২০১৯-১২-২২ ১০:৩৪:৫২ || আপডেট: ২০১৯-১২-২২ ১০:৩৪:৫২

Spread the love

রাকিবউদ্দিন, বিনোদন ডেস্কঃ জয় বাংলা মাল্টিমিডিয়ার আয়োজনে বিজয় উৎসব ও গুণীজন সম্মননা ২০১৯ সি আর বি শিরিষ তলা মুক্ত মঞ্চে অনুষ্ঠিত, শুভ উদ্ভোধন করেন মিডিয়া ব্যক্তিত্ব বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি জনাব রিয়াজ হায়দার চৌধুরী, প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. ইফতেখার উদ্দীন চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন, সাংস্কৃতিক সংগঠন বাংলার মুখ চট্টগ্রাম জেলার সভাপতি উম্মে হাবিব আঁখি,নাট্যজন জামাল হোসাইন মন্জু, ফুল কলির জেনারেল ম্যানেজার এম.এ সবুর, সরকারী কমার্স কলেজ ছাত্র সংসদের সাবেক এ জি এস আহিল সিরাজ,বাংলাদেশ ওয়েল ফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন চৌধুরী এনেল, মানবাধিকার সংগঠক ও সমাজ কর্মী মতিউর রহমান সৌরভ, সভাপতিত্ব করেন দৈনিক সমকাল পত্রিকার ডেপুটি জেনারেল ম্যানেজার বাবু সুজিত কুমার দাশ, স্বাগত বক্তব্য রাখেন জয় বাংলা মাল্টিমিডিয়ার সাধারণ সম্পাদক জনি বড়ুয়া অনুষ্ঠান সঞ্চালনা করেন সৈঁজুতি বড়ুয়া ও আশিক আরেফিন।

এতে সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে অবদান রেখে যাচ্ছেন এমন পাঁচটা সংগঠন কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়, শিক্ষার জন্য নগরফুল, মানবিক কাজের জন্য স্বপ্ন যাত্রী ফাউন্ডেশন, সাংস্কৃতিক এর জন্য রাউজান সাংস্কৃতিক পরিষদ, জনকল্যাণে সচেতমুলক কাজের জন্য নগর ও নাগরিক, এবং সাংস্কৃতিক অঙ্গনের গুণীব্যক্তিদের প্রিয়শিল্পী প্রিয়জন অনুষ্ঠানের মধ্যমে তোলে ধরার জন্য, সাহেব বিবি ফিচারস।

এছাড়া বারো জন্য গুণীজনকে সম্মাননা প্রদান করেন তারা হলেন-নাট্য ব্যক্তিত্ব ও মঞ্চ অভিনেতা-শাহিনুর সরোয়ার, মুক্তিযুদ্ধ ভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘যুদ্ধের নাম স্বাধীনতা’র পরিচালক-সীমান্ত বড়ুয়া, সংগীত অঙ্গনে বিশেষ অবদান রাখায়, আবু হানিফ চৌধুরী, সাধক গুরু লালন চর্চা ও সংগীতে অনবদ্য ভূমিকা রাখার জন্য -লুপর্ণা মুৎসুদ্দি লোপা, আবৃত্তিকার-ফারুক হোসেন, টিভি নাট্য অভিনেতা জাহেদ চৌধুরী, চলচিত্র অভিনেতা-মিজানুর রহমান চৌধুরী বাবু, তরুণ লেখক ও গীতিকার -এম.এ. আলম শুভ, ফ্যাশন কোরিওগ্রাফার -আলমগীর বাবু, নৃত্য শিল্পী পম্পি বড়ুয়া, ২০১৬ সালে এটিএন বাংলায় প্রচারিত ট্যালেন্ট হান্ট রিয়েলিটি শোতে সেরা কমেডিয়ান হিসেবে নির্বাচিত হওয়ায় -ডা. বাসু রাজ চৌধুরী প্রিন্স, সাংবাদিক ও সংগঠক – মোহাম্মদ আলাউদ্দিন। এবং জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, এতে আবৃত্তি করেন গৌরী ললিতকলা একাডেমি, আবৃত্তিকার ফারুক হোসেন, সংগীত পরিবেশন করেন জনপ্রিয় সংগীত শিল্পী ইকবাল হায়দার, আবু হানিফ চৌধুরী, লুপর্ণা মুৎসুদ্দী লোপা, বাউল শিল্পী মুজাহের, মন্জুরুল আলম মন্জু, অনন্যা সেনগুপ্ত, সুকুমার দে, শামীম হোসাইন, লিজা দাশ, নৃত্য পরিবেশন করেন প্রসেনজিৎ চৌধুরী জীবনের দল রাইটওয়ে গ্রোমিং জোন এন্ড ডান্স ইন্সটিটিউট , আলমগী বাবুর এবি নৃত্যাংগন, রাংগামাটির মেয়ে পম্পি বড়ুয়া, সুদীপ্ত ধর শুভ,এবং ফ্যাশন কোরিওগ্রাফার আলমগীর বাবুর পরিচালনায় বিজয়ের লাল সবুজ পোষাকের ফ্যাশন কিউ প্রদশিত হয়।

Logo-orginal