, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

admin admin

প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখী মিছিলে পুলিশের লাঠিচার্জ

প্রকাশ: ২০১৯-১২-৩০ ১৪:১৩:১৭ || আপডেট: ২০১৯-১২-৩০ ১৪:৩৮:১৩

Spread the love

ঢাকাঃ ৩০ ডিসেম্বর ভোট ডাকাতির কালো দিবস পালনে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বাম গণতান্ত্রিক জোটের কালো পতাকা মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ।

পুলিশি হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে। এদের মধ্যে এক মহিলা কর্মীকে ঢামেকে ভর্তি করা হয়েছে।

আজ সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মৎস্য ভবন এলাকায় জোটের নেতা-কর্মীদের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রায় পুলিশ বাধা দিলে দুপুর পৌনে একটার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় জোটের ১৪ নেতাকর্মী আহত হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে ঘটনাস্থলে পুলিশের লাঠিচার্জের শিকার হয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। এছাড়া মৎস্যভবন এলাকা থেকে বাম গণতান্ত্রিক জোটের ৫ জনকে আটক করা হয়েছে।

বর্তমানে হাইকোর্ট-মৎস্যভবন এলাকার যান চলাচল বন্ধ রয়েছে।

একাদশ জাতীয় নির্বাচনকে ‘ভোট ডাকাতি’ অ্যাখ্যা দিয়ে ৩০ ডিসেম্বর ‘কালো দিবস’ পালনের দাবিতে বাম গণতান্ত্রিক জোট এ মিছিল করছিল।

Logo-orginal