, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin admin

বুয়েটের সিরাজুল শিবিরের সভাপতি ও আয়ুবী সেক্রেটারি

প্রকাশ: ২০১৯-১২-৩১ ০১:০৮:০৫ || আপডেট: ২০১৯-১২-৩১ ০১:০৮:০৫

Spread the love

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২০ সেশনের জন্য কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন সদ্য বিদায়ী সেক্রেটারি জেনারেল সিরাজুল ইসলাম। অনলাইনে সারা দেশের সদস্যদের ভোটে কেন্দ্রীয় সভাপতি নির্বাচন সম্পন্ন হয়।

আজ সোমবার ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সম্মেলনে নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতির নাম ঘোষণা করা হয়েছে বলে সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

শপথ নেওয়ার পর ছাত্রশিবিরের গঠনতন্ত্র অনুযায়ী কেন্দ্রীয় সভাপতি ২০২০ সেশনের জন্য কার্যকরী পরিষদের সঙ্গে পরামর্শ করে গাজীপুর মহানগরের সভাপতি সালাউদ্দিন আইয়ুবীকে সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনয়ন দেন।

সভাপতি সিরাজুল ইসলামের আগে সদ্য বিদায়ী কমিটির সেক্রেটারি, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সভাপতি, কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি সম্পাদক, বিজ্ঞান সম্পাদক, সাহিত্য সম্পাদক ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে স্নাতক ও একই বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন।

শিবিরের সাবেক একজন নেতা জানান, সিরাজুল ইসলাম বর্তমানে বুয়েটে পিএইচডি করছেন। #প্রেস বিজ্ঞপ্তি।

Logo-orginal