, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

admin admin

ভারতের সংসদে মুসলিম বিরোধী বিলে ছিড়ে ফেললেন সাংসদ ওআইসি

প্রকাশ: ২০১৯-১২-১০ ১৭:৪৪:১৯ || আপডেট: ২০১৯-১২-১০ ১৭:৪৪:১৯

Spread the love

বিল পেশে আপত্তি জানিয়ে ওয়াইসি বলেন,ধর্মনিরপেক্ষতা দেশের মূল কাঠামোর অঙ্গ। এই বিল তার বিরোধী।

এটি খর্ব করছে মৌলিক অধিকারও। বিলটি আইসম্মত নয়। মোহনদাস কর্মচন্দ গান্ধীও দক্ষিণ আফ্রিকায় বৈষম্যমূলক নাগরিকত্ব কার্ড ছিঁড়ে ফেলেছিলেন।’

ওয়াইসি আরও বলেন, ‘এ বিল মুসলিমদের রাষ্ট্রহীন করার চক্রান্ত। যা আরও একবার দেশভাগের দিকে নিয়ে যাবে।’   

বক্তব্যের শেষে জার্মানির হিটলার ও ইসরাইলের প্রথম প্রধানমন্ত্রী ডেভিড বেন-গুরিয়ানের সঙ্গে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তুলনা করেন।

পরে ওই অংশ স্পিকারের নির্দেশে লোকসভার কার্য বিবরণী থেকে বাদ দেওয়া হয়। 

সোমবার ( ৯ ডিসেম্বর) টানা ১২ ঘণ্টার বিতর্কের পর ভারতের লোকসভায় বিতর্কিত নাগরিক সংশোধনী বিল পাস হয়েছে।

দেশটির পার্লামেন্টে বিলটির পক্ষে ভোট পড়ে ৩১১টি এবং বিপক্ষে ভোট পড়ে ৮০টি। সুত্রঃ সময় টিভি।

Logo-orginal