, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

admin admin

মুশফিকের খুলনা হারাল নবীর রংপুরকে” বন্ধের দিনেও দর্শক নেই

প্রকাশ: ২০১৯-১২-২০ ১৭:০৮:২২ || আপডেট: ২০১৯-১২-২০ ১৭:০৮:২২

Spread the love

ক্রীড়া ডেস্কঃ চট্টগ্রামে চলমান বিপিএলের ১৩তম ম্যাচে মুখোমুখি হয়েছে রংপুর রেঞ্জার্স-খুলনা টাইগার্স। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন খুলনার দলপতি মুশফিকুর রহিম। আগে ব্যাট করে মোহাম্মদ নবীর রংপুর ৯ উইকেট হারিয়ে তুলেছে ১৩৭ রান।

তবে আজ বন্ধের দিনেও দর্শক ঘাতটি বেশ ভোগিয়েছে বিপিএল কর্তাদের । চট্টগ্রামের জহুর আহমদ চোধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত বিপিএলের আজ ছিল ১৩তম ম্যাচ ।

শুক্রবার (২০ ডিসেম্বর) দিনের প্রথম ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ব্যাটিংয়ে নামে রংপুর। ওপেনার মোহাম্মদ শাহজাদ ৭ বলে ১১ রান করে বিদায় নেন।

আরেক ওপেনার মোহাম্মদ নাঈম খেলেন ৪৯ রানের ইনিংস। তার ৩২ বলে সাজানো ইনিংসে ছিল ৫টি চার আর দুটি ছক্কার মার।

তিন নম্বরে নামা ক্যামেরন দেলপোর্ট ৪, নাদিফ চৌধুরি ০, দলপতি মোহাম্মদ নবী ৪ রানে বিদায় নেন। ফজলে মাহমুদ ৩৩ বলে দুই বাউন্ডারি আর দুই ওভার বাউন্ডারিতে করেন ৪২ রান। লুইস গ্রেগরি ২২, তাসকিন আহমেদ ২, আরাফাত সানি ১, মোস্তাফিজুর রহমান ০ রান করেন।

খুলনার পেসার মোহাম্মদ আমির ৪ ওভারে ২৪ রান দিয়ে নেন দুটি উইকেট। ৪ ওভারে ২৫ রান দিয়ে কোনো উইকেট পাননি মেহেদি হাসান মিরাজ।

৪ ওভারে ২১ রান দিয়ে তিনটি উইকেট নেন পেসার শফিউল ইসলাম। রবিউল হক ৪ ওভারে ২৫ রান দিয়ে কোনো উইকেট পাননি। রবি ফ্রাইলিঙ্ক ১ ওভারে ৯ রান দিয়ে উইকেটশূন্য থাকেন। শহিদুল ইসলাম ৩ ওভারে ৩২ রান খরচায় নেন দুটি উইকেট।

Logo-orginal