, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

admin admin

মৌরিতানিয়ার উপকূলে জাহাজ ডুবে ৫৭ জন অভিবাসন প্রত্যাশী নিহত!

প্রকাশ: ২০১৯-১২-০৫ ২০:২০:৩৪ || আপডেট: ২০১৯-১২-০৫ ২০:২৩:০১

Spread the love

উত্তর-পশ্চিম আফ্রিকার দেশ মৌরিতানিয়ার উপকূলে জাহাজ ডুবে অন্তত ৫৭ জন অভিবাসন প্রত্যাশীর মৃ’ত্যু হয়েছে। গাম্বিয়া থেকে ছেড়ে আসা জাহাজটিতে অন্তত ১৫০ জন অভিবাসন প্রত্যাশী ছিলেন। জাতিসংঘের অভিবাসন সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স খবরটি নিশ্চিত করেছে।

ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) টুইটারে জানিয়েছে, ‘মৌরিতানীয় কর্তৃপক্ষ বলেছে,অভিবাসীদের বহনকারী একটি জাহাজ আজ তাদের উপকূলে ডুবে যাওয়ায় ৫৭ জন মা’রা গেছে।’ তবে এ ব্যাপারে মৌরিতানীয় কর্তৃপক্ষ বিস্তারিত কিছু জানায়নি।

এই জলপথটি পশ্চিম আফ্রিকা থেকে ইউরোপে যাওয়ার জন্য একসময় অভিবাসন প্রত্যাশীদের অন্যতম প্রধান রুট ছিল। তবে ২০০০ সালে থেকে স্পেন এই জলপথে টহল বাড়ানোর পর থেকে এই ‍রুটে অভিবাসন প্রত্যাশীদের আনাগোনা কমে আসে।

এরপর থেকে এই এলাকায় জাহাজ ডুবে এত সংখ্যক মানুষের মৃ’ত্যুর ঘটনা এটাই প্রথম।

আফ্রিকা মহাদেশে দ্রুত বর্ধনশীল অর্থনীতির বেশ কয়েকটি দেশ থাকলেও এই অঞ্চলে তরুণদের জন্য যথেষ্ট পরিমাণে কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে না। ফলে এ অঞ্চলের অভিবাসন প্রত্যাশীরা প্রতিনিয়ত বি’পজ্জনক রুট ধরে ইউরোপে যাওয়ার চেষ্টা করছে।

তবে জাহাজটিতে কোন বাংলাদেশী ছিল কিনা তাহা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Logo-orginal