, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

admin admin

রাঙ্গুনিয়ায় ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

প্রকাশ: ২০১৯-১২-১২ ২১:১৫:৪৭ || আপডেট: ২০১৯-১২-১২ ২১:১৫:৪৭

Spread the love

ইসমাঈল হোসেন নয়ন,রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ চট্টগ্রামের
রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ডিজিটাল বাংলাদেশ দিবস ২০১৯ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে অনুষ্ঠিত র‍্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান।

প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) ফখরুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা মোস্তাফা কামাল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম চৌধুরী, শিক্ষা কর্মকর্তা মো. জহির উদ্দিন, পল্লী বিদ্যুতের ডিজিএম মুখলেছুর রহমান, ইউপি চেয়ারম্যান ইদ্রিছ আজগর, আহমদ ছৈয়দ তালুকদার, আবদুল কাইয়ুম তালুকদার, মুক্তিযোদ্ধা কমান্ডার খাইরুল বশর মুন্সি, রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামী লীগ সভাপতি মাস্টার আসলাম খাঁন প্রমুখ। চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়েছে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Logo-orginal