, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

admin admin

লোহাগাড়ায় ফের হাতির তান্ডব” প্রাণ এক পাহারাদারের

প্রকাশ: ২০১৯-১২-১১ ১৩:২৮:৪৮ || আপডেট: ২০১৯-১২-১১ ১৩:২৮:৪৮

Spread the love

লোহাগাড়া প্রতিনিধিঃ চট্টগ্রামের লোহাগাড়ায় ফের বন্য হাতির আক্রমনে একজন নিহত হয়েছে।

উপজেলার কলাউজান ও চরম্বা সীমান্তে হাতির আক্রমনের ঘটনা ঘটে।

আজ বুধবার (১১ ডিসেম্বর) উত্তর কলাউজান ও চরম্বার সংযোগ সড়কে টংকাবতী খালের উপর নির্মাণধীন ব্রীজের পাহারাদারকে হত্যা করে বন্য হাতির পাল।

নিহত পাহারাদার চকরিয়া উপজেলার বাসিন্দা মোঃ শাহাবুদ্দিন, তার বাবার নাম মৃত নুরুল হোসেন, বাড়ি বেওলা ইউনিয়নে।

সুত্রে প্রকাশ,আজ ভোরে নির্মাণাধীন ব্রীজের পাশে নিহতের লাশ পড়ে থাকতে দেখলে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান,ভোর রাতে উত্তর কলাউজান ইউনিয়নের এলাকায় একদল বন্য হাতি হানা দিয়ে তাণ্ডব চালায়, এ সময় ব্রীজে পাহারাদাররা হাতি তাড়ানোর চেষ্টা করলে হাতির আক্রমণের শিকার হন।

একপর্যায়ে হাতির দলটি পাহারাদার শাহাব উদ্দিনকে শুড় দিয়ে পেঁচিয়ে পায়ের নিচে পিষ্ট করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সাম্প্রতিক সময়ে লোহাগাড়ার বিভিন্ন এলাকায় হাতির উপদ্রব বেড়ে যাওয়ায় শংকিত এলাকার মানুষ, বিষয়টিকে গুরুত্ব সহকারে আমলে নিতে স্থানীয় প্রশাসন ও বন বিভাগের সুদৃষ্টি কামনা করেছেন লোহাগাড়াবাসী।

প্রসঙ্গত, গত ৭ ডিসেম্বর চরম্বার বিবিরবিলায় হাতির তান্ডবে প্রাণ হারায় এক বৃদ্ধ।

রাত ২টা দিকে উত্তর কলাউজান ইউনিয়নের এলাকায় একদল বন্য হাতি হানা দিয়ে তাণ্ডব চালায়।

এ সময় ব্রীজে পাহারাদাররা হাতি তাড়ানোর চেষ্টা করলে হাতির আক্রমণের শিকার হন।একপর্যায়ে হাতির দলটি পাহারাদার শাহাব উদ্দিনকে শুড় দিয়ে পেঁচিয়ে পায়ের নিচে পিষ্ট করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
হাগাড়া থানার পুলিশ পরির্দশক ( তদন্ত) রাশেদুল ইসলাম সিটিজি টাইমসকে নিশ্চিত করেছেন। তিঁনি জানান, নিহত শাহাব উদ্দিন চকরিয়া উপজেলার বড় বেওলা ইউনিয়নের মৃত নুরুল হোসেন বলি পুত্র।

স্থানীয় আ’লীগ নেতা মো: ইসমাঈল সিটিজি টাইমসকে জানান, রাত ২টা দিকে উত্তর কলাউজান ইউনিয়নের এলাকায় একদল বন্য হাতি হানা দিয়ে তাণ্ডব চালায়।

এ সময় ব্রীজে পাহারাদাররা হাতি তাড়ানোর চেষ্টা করলে হাতির আক্রমণের শিকার হন।একপর্যায়ে হাতির দলটি পাহারাদার শাহাব উদ্দিনকে শুড় দিয়ে পেঁচিয়ে পায়ের নিচে পিষ্ট করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) রাশেদুল ইসলাম সিটিজি টাইমসকে বলেন, সকালে কলাউজানে হাতির আক্রমণে এক পাহারাদারের মৃত্যুর খবর পেয়ে সেখানে থানার একটি টিম পাঠানো হয়েছে । এ ব্যাপারে আমরা আইগত যা করার ব্যবস্থা নিচ্ছি।

Logo-orginal