, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

admin admin

সৌদিকে হারিয়ে আনন্দে ভাসছে বাহরাইন” সরকারি ছুটি ঘোষণা

প্রকাশ: ২০১৯-১২-০৯ ১০:৩৬:২০ || আপডেট: ২০১৯-১২-০৯ ১০:৪৪:০২

Spread the love

নিজস্ব প্রতিবেদক, মানামাঃ সৌদিআরবকে উড়িয়ে দিয়ে জয় নিয়ে ঘরে ফিরল বাহরাইনের জাতীয় ফুটবল দল।

৪৯ বছর পর গালফ কাপ জিতে বাহরাইন জুড়ে চলছে উৎসব।

রোববার (৮ ডিসেম্বর) কাতারের রাজধানী দোহায় রাতে অনুষ্ঠিত হয় জিসিসি দেশসমূহের বড় ফুটবল আসর গালফ কাপ টুর্নামেন্ট ২০১৯।

গালফ কাপের ২৪তম আসরে ফাইনালে মুখোমুখি হয়েছিল আরব সাগরের দুই প্রান্তের দুই বন্ধুদেশ সৌদিআরব ও বাহরাইন।

উপসাগরীয় দেশসমূহের বর্ণাঢ্য আসর ফুটবলের এই টুর্নামেন্টে প্রায় ২০০০ বেশী সমর্থককে মাঠে এনেছিল লাল জার্সির দল বাহরাইন।

হাড্ডাহাড্ডির লড়াইয়ের ফাইনাল খেলার সাদা জার্সির দল সৌদিকে ১–০ গোলে হারিয়ে আনন্দের জোয়ার ভাসতে থাকে বাহরাইনিরা।

ম্যাচ সমাপ্তির শেষ বাঁশি বাজার সাথে সাথে উৎসবে মেতে উঠে বাহারাইনের রাজধানী মানামা। কনকনে শীতল শীতকে উপেক্ষা করে রাস্তায় নেমে বাহরাইনের নাগরিকরা।

অন্যদিকে স্বাগতিক দেশ কাতারের নাগরিকরা ছিল ফুরফুরে মেজাজে, সৌদিআরব হেরে যাওয়ায় উল্লাস করেছে দোহার ফুটবল ভক্তরা।

তবে এবারের টুর্নামেন্টে বেশ চড়াই উৎরাই পেরিয়ে ফাইনালে পৌঁছে বাহরাইন ফুটবল টীম।

বি গ্রুপে থাকা শক্ত প্রতিদ্বন্দ্বী সৌদিআরব নিকট এর আগের ম্যাচে ২-০ গোলে হেরেছিল বাহরাইন।

Logo-orginal