, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

admin admin

হাতির তান্ডবে আতংকিত লোহাগাড়াবাসী” নীরব স্থানীয় বনবিভাগ ও প্রশাসন

প্রকাশ: ২০১৯-১২-১৫ ১১:৩৪:০৯ || আপডেট: ২০১৯-১২-১৫ ১১:৩৪:৪৫

Spread the love

চট্টগ্রামের লোহাগাড়ায় রাত নামলেই বাড়ে বন্য হাতির আতঙ্ক,ঘুমহীন এলাকাবাসীর রাত কাটে আতংকিত অবস্থায়। অথচ নীরব স্থানীয় বনবিভাগ নীরব ও প্রশাসন।

শনিবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৯টা থেকে প্রায় সাড়ে ১১ টা পর্যন্ত লোহাগাড়া পদুয়া উত্তর তেওয়ারি খিল গ্রামে ব্যাপক তাণ্ডব চালিয়েছে হাতির পাল।

বোরহান উদ্দিন পাড়ার আব্দুল মন্নান, আব্দুর রাজ্জাক, আব্দুর রহিম, শব্বির আহমদ এর বাড়ি ভাংচুর ও দুই পরিবারের প্রায় ১০০ আড়ির মত ধান খেয়ে ব্যাপক ক্ষতি সাধান করেছে।
এর আগে আলী সিকদার পাড়ার আবু বকরের বাড়িতেও ভাংচুর করে।

এলাকাবাসী জানান, ১০ থেকে ১২ টি বিশালাকৃতির হাতি প্রায় প্রতি রাতে বিভিন্ন গ্রামে তান্ডব চালাচ্ছে।
গত কয়েকদিন আগে চরম্বা ও কলাউজানে হাতির আক্রমণে দুইজন নিহত হয়েছে।

এতোকিছুর পরও বনবিভাগ বা সরকারের দায়িত্বশীল জায়গা থেকে সাধারণ মানুষের নিরাপত্তার ব্যবস্থা না নেয়ায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন। সুত্রঃ প্রিয় লোহাগাড়া।

Logo-orginal