, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

jamil Ahamed jamil Ahamed

কুয়েতে ১১ হাজার প্রকৌশলীর সনদ বাতিল, অধিকাংশই ভারত ও মিশরের নাগরিক

প্রকাশ: ২০২০-০১-২২ ১১:০৬:৪৭ || আপডেট: ২০২০-০১-২২ ১১:০৬:৪৭

Spread the love

আরব ইঞ্জিনিয়ার্স ফেডারেশন বিভাগের প্রধান এবং কুয়েত সোসাইটি অফ ইঞ্জিনিয়ার্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ফয়সাল আল-এটেল নিশ্চিত করেছেন যে, বিগত মার্চ ২০১৮ সালে প্রবাসী পেশাদার ইঞ্জিনিয়ারদের জন্য পুনঃপরীক্ষার আবেদন শুরু হওয়ার পর থেকে সোসাইটি প্রায় ১১,০০০ অননুমোদিত শংসাপত্র বাতিল করেছে ।

বুধবার (২২ জানুয়ারী ) দেশটির ইংরেজি দৈনিক আরব টাইমসে বিষয়টি নিশ্চিত করা হয় ।

সুত্রে প্রকাশ, সনদ বাতিল হওয়া প্রকৌশলীদের মধ্যে বেশির নাগরিক ইন্ডিয়ান ও মিশরীয় ছাড়াও ফিলিপাইন এবং বাংলাদেশিও রয়েছেন ।

২০১৮ সালের মার্চ থেকে কুয়েত কর্মরত বিদেশী ইঞ্জিনিয়ারদের সনদ পরীক্ষার কাজ শুরু করে সুইডিশের একটি টেকনিক্যাল কোম্পানি ।

এর আগে কুয়েতের আরব ইঞ্জিনিয়ার প্রচুর ভুয়া সনদধারী ইঞ্জিনিয়ার কুয়েতে কর্মরত আছে, এমন বার্তা দেওয়ার পর সনদ পুনঃ নিরিক্ষার করে প্রায় ১১,০০০ ভুয়া প্রকৌশলী সনাক্ত করা হয় ।

তবে কোন দেশের কতজন ইঞ্জিনিয়ারের সনদ বাতিল করা হয়েছে, তাহা নিশ্চিত করেনি কতৃপক্ষ ।

Logo-orginal