, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin admin

দেশে যাওয়ার দশ দিন আগে পরপারে কুয়েত প্রবাসী মালেক

প্রকাশ: ২০২০-০১-১৩ ১২:৪৩:১৩ || আপডেট: ২০২০-০১-১৩ ১৩:০০:৩৩

Spread the love

আবুল কাশেম,কুয়েত সিটিঃ আগামী ২১ জানুয়ারীর দেশে যাওয়ার কথা ছিল, বিমান টিকেটও কনফার্ম ছিল, পরিবার পরিজনের জন্য কেনাকাটাও চলছিল, কিন্তু গত শনিবার চলে গেল না ফেরার দেশে।

#ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

বলছিলাম ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা কুয়েত প্রবাসী আবদুল মালেকের কথা।

তার মর্মান্তিক মৃত্যুর বিষয়টি আরটিএমকে নিশ্চিত করেন ফারওয়ানিয়া ৫ নং গাতার সেলুন ব্যবসায়ী সুনীল, তিনি জানান, মারা যাওয়ার আগের দিন তার সেলুনে চুল কাটেন মরহুম আবদুল মালেক, বিভিন্ন আলাপের ফাঁকে জানান, আগামী ২১ জানুয়ারী দেশে ছুটিতে যাওয়ার কথা।

কিন্তু হঠাৎ স্ট্রোক করে কুয়েতের ফারওয়ানিয়া হাসপাতালে ভর্তি হন মালেক এবং শনিবার সকালে মারা যান।

কুয়েতের অফিসিয়াল কাগজাদি সম্পন্ন করে মরহুমের মরদেহ দেশে প্রেরণ করা হবে জানিয়েছে মরহুমের বন্ধু প্রবাসী শামসু।

বর্তমানে তার লাশ ফারওয়ানিয়া লাশ ঘরে সংরক্ষিত আছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার সিমড়া গ্রামের বাসিন্দা আবদুল মালেক কুয়েত এসেছিলেন প্রায় ১৩ বছর পুর্বে।

পেশায় ট্যাক্সি চালক মালেকের মৃত্যুতে প্রবাসীরা গভীর শোক প্রকাশ করে মরহুমের রূহের মাগফেরাত কামনা করেছেন।

Logo-orginal