, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

admin admin

পাকিস্তানের কোহলি’ খ্যাত বাবরের উইকেট নিল শফিউল

প্রকাশ: ২০২০-০১-২৪ ১৭:১৮:৩৫ || আপডেট: ২০২০-০১-২৪ ১৭:১৮:৩৫

Spread the love

স্বল্প পুঁজি নিয়ে পাকিস্তানের বিপক্ষে বোলিং করতে নেমেছে বাংলাদেশ দল। ইনিংসের দ্বিতীয় বলেই ডাক মেরে ফিরেছেন ‘পাকিস্তানের কোহলি’ খ্যাত বাবর আজম। পেসার শফিউলের বলটি তার ব্যাট ছুঁয়ে উইকেটকিপার লিটন দাসের গ্লাভসে জমা হয়। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি পাকিস্তান অধিনায়ক। দলীয় ০ রানেই ‘ডাক’ মেরে ফিরতে হয় তাকে।

এর আগে লাহোরে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৪১ রান তুলেছে বাংলাদেশ। শুরু থেকেই ধীর ব্যাটিং করছিলেন তামিম ইকবাল। তরুণ মোহাম্মদ নাঈম শুরুতে হাত খুললেও সময়ের সঙ্গে ধীরগতির ব্যাটিং শুরু করেন। যদিও ওপেনিং জুটিতে ৭১ রান এসেছে, তথাপি এতে সময় লেগেছে ১১ ওভার! মোহাম্মদ রিজওয়ানের বলে ৩৪ বলে ৩৯ করা তামিম আউট হলে এই জুটি ভাঙে।

নাঈমের সঙ্গী হন দুর্দান্ত ফর্মে থাকা লিটন দাস। কিন্তু রান-আউটের ভুত যেন আজ বাংলাদেশের ওপর ভর করেছে। ১৩ বলে ২ বাউন্ডারিতে ১২ রান করা লিটনও সেই রান-আউট হয়ে ফিরেন প্যাভিলিয়নে! উইকেটে আসেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তখনই শাদাব খানকে ছক্কা মারতে গিয়ে ইফতেখারের তালুবন্দি হয়ে ফিরেন ৪১ বলে ৩ চার ২ ছক্কায় ৪৩ রান করা নাঈম। ৯৮ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। বিপিএলে ভালো করা আফিফ হোসেনও ব্যর্থ। হারিস রউফের বলে বোল্ড হয়েছেন মাত্র ৯ রানে। ১৯তম ওভারে শাহিন শাহ আফ্রিদির বল জোরে চালাতে গিয়ে পরিস্কার বোল্ড হয়ে যান ৫ বলে ১ বাউন্ডারিতে ৭ রান করা সৌম্য সরকার। বাংলাদেশ থামে ২০ ওভারে ৫ উইকেটে ১৪১ রানে।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, মোহাম্মদ নাঈম, আফিফ হোসেন, লিটন দাস (উইকেটকিপার), মাহমুদউল্লাহ, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, আমিনুল ইসলাম, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন

পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), আহসান আলি, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, মোহাম্মাদ হাসনাইন।

সুত্রঃ কালের কন্ঠ।

Logo-orginal