, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

admin admin

প্রচন্ড শীত উপেক্ষা করে কসবায় আজহারীর মাহফিলে মানুষের ঢল

প্রকাশ: ২০২০-০১-০৫ ১০:৪৮:৫৬ || আপডেট: ২০২০-০১-০৫ ১০:৪৮:৫৬

Spread the love

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আসছেন ডঃ মাওলানা মিজান আজহারী, এমন প্রচরণা চলতে থাকে পুরো জেলায়, আজহারীকে প্রতিহত জরার ঘোষণা দিয়ে রাস্তায় নামে কিছু মাজারপন্হী।

সপ্তাহ খানেক বিশ্ব সুন্নি আন্দোলনের ব্যানারে চলে মাহফিল প্রতিহতের ঘোষণা, কিন্তু স্থানীয় প্রশাসনের সহযোগিতায় মাহফিল সম্পন্ন করে আয়োজক কমিটি।

গতকাল জনপ্রিয় বক্তা ড.মিজানুর রহমান আজহারির মাহফিলে মানুষের ঢল নেমেছে। হাজার হাজার মানুষের আগমনে অনুষ্ঠানস্থল লোকে লোকারণ্য হয়েছে।

শনিবার ৪ জানুয়ারি বিকেলে কসবার কালিরায় একটি মাহফিলে ডক্টর মিজানুর রহমান আজহারী বক্তব্য রাখেন। এসময় আড়াইবাড়ি দরবার শরীফের পীরজাদা আলহাজ্ব গোলাম সারোয়ার সাঈদী আল কাদরীসহ ইসলামী চিন্তাবিদরা মঞ্চে উপস্থিত ছিলেন। সেই মাহফিলে বৃদ্ধা,যুবক,তরুণদের উপস্থিতি ছিল দেখার মত। যেন জনতার মহা ঢল নেমেছে ডক্টর মিজানুর রহমান আজহারীর বক্তব্য শুনার জন্য।

এর আগে গত ৩ জানুয়ারি কসবায় বিশ্ব সুন্নী আন্দোলন বাংলাদেশ কসবা শাখা নামের একটি সংগঠন উপজেলা পরিষদ মার্কেট চত্বরে ডক্টর মিজানুর রহমান আজহারীর বিরুদ্ধে মানববন্ধন করেছিলেন। কিন্ত ইসলাম প্রেমিক জনতার কাছে আন্দোলনকারীরা দাঁড়াতে পারেনি বলে সচেতনমহল অভিমত প্রকাশ করেন।

Logo-orginal