, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

jamil Ahamed jamil Ahamed

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মামলা করবে ইরান ও ইরাক

প্রকাশ: ২০২০-০১-২৬ ১৯:৫৯:৪৫ || আপডেট: ২০২০-০১-২৬ ১৯:৫৯:৪৫

Spread the love

ইরানের অভিজাত কুদস ফোর্সের কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি এবং ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিটের সেকেন্ড-ইন-কমান্ড আবু মাহদি আল-মুহান্দিসকে হত্যার দায়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মামলা করবে দেশ দু’টি।

ইরান এবং ইরাক যৌথভাবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ আদালতে এ মামলা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

শনিবার ইরানের বিচার বিভাগের প্রধান ইবরাহিম রাইসি এবং ইরাকের উচ্চ বিচারিক পরিষদের প্রধান ফাইক আল-জাইদান এক ফোনালাপে এ সিদ্ধান্ত গ্রহণ করেন বলে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে।

ইরানের বিচার বিভাগের প্রধান বলেন, কমান্ডার সোলাইমানিকে হত্যা সম্পূর্ণভাবে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড কারণ তিনি একটি কূটনৈতিক মিশনে ইরাকে গিয়েছিলেন। এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে ইরাকের জনগণ, ধর্মীয় নেতৃত্ব এবং সরকার যে বক্তব্য-বিবৃতি দিয়েছে তার জন্য ইবরাহিম রাইসি সবাইকে ধন্যবাদ জানান।

ফোনালাপে ইরাকের বিচার বিভাগের প্রধান বলেন, বাগদাদ কর্তৃপক্ষ ইতিমধ্যে এই হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত শুরু করেছে এবং তদন্ত প্রক্রিয়া শেষ করবে। এছাড়া, আন্তর্জাতিক আদালতে মামলা হলে এ ব্যাপারে ইরাক সরকার ইরানকে সর্বাত্মকভাবে সহযোগিতা করবে বলেও জানান তিনি। সূত্রঃ যুগান্তর ।

Logo-orginal