, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

admin admin

রাজশাহীকে হারিয়ে পয়েন্ট টেবিলে আবারো শীর্ষে চট্টগ্রাম

প্রকাশ: ২০২০-০১-০৭ ২৩:১৩:৪৬ || আপডেট: ২০২০-০১-০৭ ২৩:১৩:৪৬

Spread the love

ছবি, জিটিভি।
রাজশাহীকে হারিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে উঠে এসেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দিনের দ্বিতীয় ম্যাচে ইমরুল কায়েস ও সিমন্সের অর্ধশতকে ৯ বল হাতে রেখে ৭ উইকেটে জয় পায় মাহমুদুল্লাহ বাহিনী।

এর আগে রাজশাহীর দেয়া ১৬৭ রানের টার্গেটে খেলতে নেমে দলীয় ৩৫ রানের বিদায় নেন ক্রিস গেইল। বিপিএল প্রথম ম্যাচে নিজের নামের প্রতি সুবিধা করতে পারলেন না ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইল।

রাজশাহীর বোলার কামরুল ইসলামের বলে বিদায় নেয়ার আগে ১০ বলে ১ চার ৩ ছয়ে করেন ২৩ রান। তার বিদায়ে কোনো প্রভাব পড়তে দেয়নি আরেক ক্যারিবীয় ক্রিকেটার সিমন্স। ৪৩ বলে ২ চার ও ৬ ছয়ে ৫১ রানের অসাধারণ ইনিংস খেলেন তিনি।

অন্যদিকে বিপিএলে রানের করেই যাচ্ছেন ইমরুল কায়েস। আসরে শুরুতে থেকে ফর্মে রয়েছেন এ বাঁ-হাতি। আজও খেলেন ৬৭ রানের অসাধারণ ইনিংস।

ইনজুরির কারণে দলে ছিলেন না চট্টগ্রামের নিয়মিত অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। রাজশাহীর বিপক্ষে খেলতে নেমে করেন ৬ বলে ১০ রান। শেষ দিকে চাঁদউইক ওয়ালটন ও কায়েসের ব্যাটের রাসেল আফিফদের ৭ উইকেটে হারায় চট্টগ্রাম।

স্কোর:
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ১৭০-৩ (ওভার ২০)

লিন্ডন সিমন্স ৫১ (৪৩)
ক্রিস গেইল ২৩ (১০)
ইমরুল কায়েস ৬৭* (৩২)
মাহমুদুল্লাহ রিয়াদ ১০ (৬)
চাঁদউইক ওয়ালটন ১৪ (১১)

বোলার:
আন্দ্রে রাসেল ৩-০-৩০-০
মোহাম্মদ ইরফান ৪-১-৩০-০
আফিফ হোসেন ১-০-২২-০
কামরুল ইসলাম ৩.৩-০-২০-০
তাইজুল ইসলাম ১-০-১০-০
রবি বোপারা ৩-০-২৭-০
অলক কপালি ১-০-১৩-০
ফরহাদ রেজা ২-০-১৭-১

ফল: চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ৭ উইকেটে জয়ী।

সুত্রঃ সময় নিউজ।

Logo-orginal