, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

jamil Ahamed jamil Ahamed

য়বিকালে শুরু হচ্ছে ক্রিকেট বিশ্বে আলোচিত পাক-বাংলাদেশ টি২০ ম্যাচ

প্রকাশ: ২০২০-০১-২৪ ১৩:০৪:০২ || আপডেট: ২০২০-০১-২৪ ১৩:০৪:০২

Spread the love

তিন ফরম্যাট মিলিয়ে এবারের আগে সর্বশেষ ২০০৮ সালে পাকিস্তান সফরে গিয়েছিল বাংলাদেশ দল। সে বার হাসিমুখে দেশে ফেরা হয়নি তাদের। তারপর দীর্ঘ এক যুগ পর আবারও পাকিস্তান গেল টিম টাইগার্স। এবার অতীতকে বদলে দেওয়া স্বপ্নই দেখছেন তামিম-মাহমুদউল্লাহরা। আজ (২৪ জানুয়ারি) তিন ম্যাচ টি২০ সিরিজের প্রথমটিতে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। বিকেল ৩টায় শুরু হওয়া ম্যাচটি দেখা যাবে সনি ইএসপিএন, টেন ক্রিকেট, টেন স্পোর্টস ও পিটিভি স্পোর্টসে।

নিষেধাজ্ঞার কারণে নেই সাকিব আল হাসান। পারিবারিক কারণে পাকিস্তান যাননি মুশফিকুর রহিম। দলের বড় দুই তারকা ছাড়া স্বাগতিকদের হারানো মোটেও সহজ হবে না। তবু রঙিন আশা রিয়াদের। তরুণদের কাঁধে চড়ে পার হতে চাইছেন তিনি। মাঠে নামার আগে যেমনটা বললেন টাইগার দলনেতা মাহমুদউল্লাহ রিয়াদ, ‘বিপিএল যদি দেখেন, সেখানে পারফর্ম করা এক-ঝাঁক তরুণ আছে আমাদের দলে। ওই তরুণদের ওপর আমরা নির্ভর করব।’

সাকিব-মুশফিক নেই, তাতে কী। অভিজ্ঞ তামিম আর মুস্তাফিজরা তো কম অভিজ্ঞ নন। রিয়াদের বিশ্বাস তারাই হবে বাংলাদেশ দলের মূল ফ্যাক্টর, ‘আমি, তামিম, সৌম্য, মুস্তাফিজ, রুবেল, আল-আমিন, শফিউল কিন্তু লম্বা সময় ধরেই জাতীয় দলে খেলছি। কাজেই অভিজ্ঞতার দিক থেকে আমরা মোটেও পিছিয়ে থাকব না। আমার মনে হয়, তারুণ্য ও অভিজ্ঞতার চমৎকার মিশ্রণ আছে আমাদের দলে। এখন আমাদের প্রয়োজন ব্যক্তিগত ও দলগতভাবে নিজেদের খেলাটা নিয়ে ভাবা। যেন আমরা ভালো পারফরম্যান্স করতে পারি।’

এ দিকে তরুণ আর অভিজ্ঞতার মিশেলে দল গড়া পাকিস্তান চাইছে জয় দিয়েই শুরু করতে। টি২০’র অন্যতম সেরা ব্যাটসম্যান বাবর আজমের কাঁধে তাদের নেতৃত্বভার। তিনিও আশা করছেন সিরিজটা দারুণভাবে শেষ করতে। তাছাড়া টি২০ ক্রিকেটে নিজেদের শীর্ষস্থান ধরে রাখতে কিছুতেই হোঁচট খাওয়া যাবে না। সেজন্যই সিরিজটা তাদের জন্য বাঁচা-মরারও। বাবর আজমের ভাষ্য, ‘এক নম্বর স্থান ধরে রাখতে সিরিজটি আমাদের জন্য বাঁচা মরার। একটা ম্যাচও হারা চলবে না। সবাইকে বলে দেওয়া হয়েছে, শীর্ষস্থানে টিকে থাকতে যেন ১১০ শতাংশ প্রচেষ্টা দিয়ে খেলে।’

কাগজে-কলমে বাংলাদেশের চেয়ে অনেকটা এগিয়ে পাকিস্তান। এখন পর্যন্ত ১০ বারের দেখায় ৮ ম্যাচই জিতেছে পাকিস্তান। বাকি দুই ম্যাচে বাংলাদেশের কাছে হার মানে তারা। অবশ্য সাম্প্রতিক সময়টা তাদের মোটেও ভালো যাচ্ছে না। শেষ পাঁচ ম্যাচেই হেরেছে পাকিস্তান। অপরদিকে বাংলাদেশ তাদের শেষ পাঁচ ম্যাচের তিনটিতে জিতেছে। সবমিলে বাংলাদেশ ভয় ডরহীন ক্রিকেটই খেলতে চায় রাসেল ডমিঙ্গোর শিষ্যরা।

বাংলাদেশ একাদশ (সম্ভাব্য)

তামিম ইকবাল, নাঈম শেখ, আফিফ হোসেন, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ (অধিনায়ক), সৌম্য সরকার, মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও আল-আমিন হোসেন।

পাকিস্তান একাদশ (সম্ভাব্য)

আহসান আলী, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, ইফতেখার আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ রিজওয়ান, শাদাব খান, হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি ও মোহাম্মদ হাসনাইন।

সময়: বিকেল ৩টা

ভেন্যু: লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম

Logo-orginal