, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

admin admin

ইল্লাল্লাহ” জিকির প্রসঙ্গে কুয়াকাটা হুজুরে জিহ্বা কাটার চ্যালেঞ্জ ও এক মাওলানার জবাব

প্রকাশ: ২০২০-০১-২২ ২৩:৫৯:৩৮ || আপডেট: ২০২০-০১-২২ ২৩:৫৯:৩৮

Spread the love

“ইল্লাল্লাহ” জিকির প্রসঙ্গে মহতারাম হাফিজুর রহমান সিদ্দিকীর চ্যালেঞ্জ ও জিহ্বা কেটে ফেলা প্রসঙ্গে:
লেখক, শাঈখ মুফতি ড.আবুল কালাম আজাদ বাসার।

মুহতারাম বাসার সাহেবের লেখাটি হুবুহু তুলে ধরা হল।

গায়ের জোরে ইসলাম চলে না। ইসলাম চলে কুরআন ও হাদীসের দলিলের ভিত্তিতে। সুতরাং ফালতু লোকের মত চ্যালেঞ্জ কেন!!!
আবার জিহ্বা কেটে ফেলার হুমকি কেন!!!
একজন আলেমের মুখে এ ভাষা বড়ই বেমানান।

দলীল থাকলে তো চ্যালেঞ্জ লাগে না, জিহ্বাও কাটা লাগে না।

অপ্রয়োজনীয় চ্যালেঞ্জ ও পেশিশক্তির ভাষাই প্রমাণ করে-থলিতে দলীল নেই।

রাসূল সা, ও তাঁর সাহাবাগণ যে আমলটি ইবাদাত হিসেবে করেন নি, সে আমলটি ইবাদাত নয়, বরং বিদ’আত।
রাসূল জিকির করেছেন- লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এ জাতীয় আরো ভিবিন্ন শব্দে। যা হাদীসের কিতাব গুলোকে সুস্পষ্ট ভাবে উল্লেখ রয়েছে।

কিন্তু রাসূল সা, ও সাহাবাগণ শুধু “ইল্লাল্লাহ” শব্দে একবারও জিকির করেছেন এমন একটি হাদীসও পাওয়া যায় না।

এবার কি হবে?

চ্যালেঞ্জ দরকার নেই। আমরা শুধু একটি হাদীস চাই।
আছে কি?
বিনয়ের সাথে জানতে চাই -হাদীসের কোন কিতাবে আছে?

কিয়ামাত পর্যন্ত সময় দিলাম। একটি হাদীসও দেখাতে পারবেন না।

তাই বলছি- চ্যালেঞ্জর অহমিকা বর্জন করে সুন্নাহ মুতাবিক জিকির করুন।
সুন্নাহই কল্যাণের উৎস, বিদ’আত নয়।

(#সংগৃহীত সোশ্যাল মিডিয়া থেকে।)

Logo-orginal