, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

admin admin

উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (দঃ) উদযাপন

প্রকাশ: ২০২০-০১-১৮ ২০:৩৬:২২ || আপডেট: ২০২০-০১-১৮ ২১:১৩:০৮

Spread the love

ইসমাঈল হোসেন নয়ন, রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (১৮ জানুয়ারি) সকালে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে হাম,নাত ও কেরাত প্রতিযোগীতা স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

পরে অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অালহাজ্ব জসিম উদ্দিন তালুকদার’র সভাপতিত্বে মিলাদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আরবী বিভাগের প্রফেসর ও বাংলাদেশ হজ্বে বায়তুল্লাহ্’র চেয়ারম্যান ড. মোহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয় স্কুল অব বিজনেস বিভাগের প্রধান প্রফেসর ড. কাজী মো. গালিব এহসান, রাঙ্গুনিয়া আলমশাহপাড়া কামিল বিশ্ববিদ্যালয় মাদ্রাসার অধ্যক্ষ মীর মো. জাহাঙ্গীর, কমার্স ব্যাংক ধামাইরহাট শাখার ম্যানেজার আবদুল মালেক, লালানগর ইউনিয়ন আ,লীগের সভাপতি সামশুল আলম তালুকদার, দক্ষিন রাজানগর ইউনিয়ন আ,লীগের সভাপতি আবদুর রহমান সাধন, লালানগর ইউনিয়ন আ,লীগের সাধারন সম্পাদক মীর গোলাম মোস্তফা বাবুল, দক্ষিণ রাজানগর ইউনিয়ন আ,লীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দীন, সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দীন তালুকদার, বিশিষ্ট ব্যাংকার এস,এম, ইদ্রিচ, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য আলমগীর হোসেন বাবু, আমির হোসেন বাচু, ইলিয়াস কবির, সাবেক সদস্য ইদ্রিস মিয়া, লালানগর ইউপি সদস্য কাজী মঈন উদ্দীন, প্রবাসী মোহাম্মদ ইউসুফ সহ এলাকার সুধীবৃন্দ।

মিলাদ পরিচালনা করেন আলমশাহপাড়া কামিল বিশ্ববিদ্যালয় মাদ্রাসার প্রবীণ শিক্ষক আব্দুর সত্তার নুরী এবং মোনাজাত পরিচালনা করেন আলমশাহপাড়া কামিল বিশ্ববিদ্যালয় মাদ্রাসা মুহাদ্দিস রবিউল আওয়াল।

শেষে প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থী এবং বিদ্যালয়ের শিক্ষকদের মাঝে কুরআন, বুখারী এবং ইসলামিক বই বিতরণ করা হয়।

Logo-orginal